কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্ত ঘিরে এবার সরব হলেন বোর্ডের এক সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা। তাঁর মতে, এই সিদ্ধান্ত যেমন যুক্তিহীন, তেমনি সময়ের দিক থেকেও একেবারেই অনুচিত।
নাম প্রকাশ না করার শর্তে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেওয়া প্রতিক্রিয়ায় ওই সাবেক কর্মকর্তা বলেন, সামনে একটি বড় আইসিসি ইভেন্ট থাকায় এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটে জটিলতা তৈরি করতে পারে। একই সঙ্গে তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে এক পাল্লায় মাপা যায় না।

ভারতের সাথে পাকিস্তানের বৈরীতার সম্পর্ক বহু পুরনো। সেই বৈরীতার সাথে বাংলাদেশের সাথে সাময়িক সম্পর্কের অবনতি একই পাল্লায় মাপা অসম্ভব। তাই এমন যুক্তিহীন সিদ্ধান্ত কোনোভাবেই বোর্ডের কাছে কাম্য নয়।
যদি বাংলাদেশের ক্ষেত্রেও পাকিস্তানের মতো নীতি প্রণয়ন করা হয়, তবে নিলামের আগেই বাংলাদেশি খেলোয়াড়দের ওপর নিষেধাজ্ঞা জারি করার কথা বলেন তিনি। অন্যথায় নিলাম থেকে দলে নেওয়ার পর এভাবে বাদ দেওয়া চরম অপেশাদারিত্ব।

বাংলাদেশে সংখ্যালঘুদের কেন্দ্র করে আলোচ্য ঘটনাটির বিরোধিতা করেন তিনি। তবে তাঁর মতে এমন ঘটনা গুটিকয়েক পথভ্রষ্ট জনতাই ঘটায়। এমন কিছু লোক প্রায় সব দেশেই আছে, তাই তাদের দায়ভার সেই দেশের ক্রিকেটারদের ওপর ন্যস্ত করা অযৌক্তিক। তাইতো ভূরাজনৈতিক অবস্থাকে কেন্দ্র করে মুস্তাফিজকে বাদ দেওয়ার মত যুক্তিহীন সিদ্ধান্তের বিরোধিতা করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।










