স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচ গুলো আর মাঠে না গড়ালে চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে ভারতীয় ক্রিকেট বোর্ড। ধারণা করা হচ্ছে ম্যাচ প্রতি প্রায় ১২৫ কোটি রুপি লোকসান গুনতে হবে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই)।
আইপিএল ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে সুপরিচিত। প্রতিবছরই এই টুর্নামেন্টকে ঘিরে রীতিমতো উৎসব শুরু হয় ভারতে। সবমিলিয়ে প্রায় হাজার কোটি রুপির বানিজ্য গড়ে উঠে পুরো ভারতে। যা ভারতের বৈশ্বিক অর্থনীতির অংশও বটে। আইপিএল আয়োজন করে প্রতিবছর হাজার কোটি রুপি আয় করে ভারতীয় ক্রিকেট বোর্ড।
চলমান ভারত-পাকিস্তান উওেজনায় অনেকটাই অনিশ্চিত আইপিএলের বাকি অংশ। তাইতো ক্ষতির মুখে পড়তে হবে বিসিসিআইকেও৷ এছাড়া ক্ষতির মুখে পড়ার শঙ্কায় নড়েচড়ে বসেছে টুর্নামেন্টটির স্টেকহোল্ডারাও।
চলতি আসরে প্লে-অফ সহ এখনও বাকি ১৬ টি ম্যাচ। হোস্ট ব্রডকাস্ট, স্পনসর থেকে শুরু করে ছোট পর্যায়ের হোটেল রেস্টুরেন্ট ব্যবসা অনেক কিছুই জড়িত আইপিএলের সাথে। ১৮ তম আইপিএলকে ঘিরে প্রত্যকটি ম্যাচ ভ্যেনু শহর সেঝে উঠেছিলো রঙবেরঙে। তবে হঠাৎই যেন সব ফিকে হয়ে গেলো। মাঝ পথে টুর্নামেন্ট বন্ধ হওয়ায় বেশ উদ্বিগ্ন ভারতীয় ব্যবসায়ীরা,পড়তে হচ্ছে লোকসানে।
যদিও আইপিএল নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তই আসেনি। পুরো ব্যাপারটি খোলাসা হতে আরো এক সপ্তাহ অপেক্ষা করতে হবে৷ এ ব্যাপারে ভারতীয় কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনায় বসবে আইপিএলের গভর্নিং বডি ও স্টেকহোল্ডাররা।
টুর্নামেন্টটি একেবারে বাতিল হবে নাকি পিছিয়ে নেওয়া হবে সেটা পুরোপুরি নির্ভর করবে সরকারের আদেশর উপর। তবে টুর্নামেন্টটি স্থানান্তরিত হলেও কিছুটা ক্ষতি কমানো সম্ভব বলে মনে করছেন অনেকেই।