বাংলাদেশ ফুটসাল দলের ইতিহাস গড়া জয়

৪-১ গোল ব্যবধানে নিজেদের প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ। এমনকি এটি আন্তর্জাতিক ফুটসালে বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের প্রথম জয়।

অবশেষে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশীপে জয়ের দেখা পেল বাংলাদেশের ছেলেরা। মালদ্বীপের কাছে বিশাল ব্যবধানে পরাজয়ের পর, ভুটানের বিপক্ষে দাপট দেখানো জয়ই তুলে নিল বাংলাদেশ জাতীয় ফুটসাল দল। এই জয়ের ভারতকে হটিয়ে টেবিলের তিন নম্বর স্থানটা দখলে নিয়েছেন রাহবার খান ও তার দল।

প্রথমবারের মত আয়োজিত হচ্ছে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশীপ। আন্তর্জাতিক পর্যায়ের ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের এটি ছিল দ্বিতীয় অংশগ্রহণ। এর আগে এএফসি ফুটসাল এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ অংশ নিয়েছিল বটে। কিন্তু সেখানে শক্তিশালী ইরান ও মালয়েশিয়ার গ্রুপে পাত্তা পায়নি বাংলাদেশ।

তাইতো সাফে অন্তত ভাল করার প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা আরও বেড়ে যায় ভারতের বিপক্ষে ৪-৪ গোলে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করায়। কিন্তু মালদ্বীপের বিরুদ্ধে ৬-১ ব্যবধানের পরাজয় প্রত্যাশার পারদকে নিচে নামিয়ে আনে। কিন্তু ভুটানের বিপক্ষে বাউন্স ব্যাক করেছে বাংলাদেশ।

প্রথম পিরিয়ডে মঈন আহমেদ জোড়া গোল করে ভুটানকে চাপে ফেলে দেয় ভীষণভাবে। পুরোটা সময় জুড়ে সেই দুই গোল ছাড়াও বহুবার আক্রমণ সাজিয়ে ভুটানকে ব্যতিব্যস্ত করে তোলেন রাহবার খানরা। কিন্তু ওই দুই গোলের লিড প্রথম পিরিয়ড অর্থাৎ প্রথমার্ধে বাড়িয়ে নিতে পারেননি বাংলাদেশ।

দ্বিতীয় পিরিয়ডে গোল পরিশোধের চেষ্টা চালায় ভুটান। বারবার তাদের আক্রমণ রুখে দিয়েছে বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক জাহিদ হাসান রাব্বি। তবে তাদের প্রতিরোধ একটা পর্যায়ে ভেঙে ফেলে এক গোল পরিশোধ করে ভুটান। এরপর মাথার উপরে যখন আবারও ড্র ঝুলতে শুরু করে, বাংলাদেশ নিজেদের আক্রমণের ধার বাড়িয়ে দেয়।

ফয়েজ আহামেদ তৃতীয় গোল করেন। ও খেলার একেবারে অন্তিম মুহূর্তে দারুণ সেটআপে অধিনায়ক রাহবারের অ্যাসিস্টে গোল করেন কাজী ইব্রাহিম আহমেদ মৃদুল। তাতে করে ৪-১ গোল ব্যবধানে নিজেদের প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ। এমনকি এটি আন্তর্জাতিক ফুটসালে বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের প্রথম জয়।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link