ইনিংস ব্যবধানে মোটে চার টেস্ট জিতেছে বাংলাদেশ

চমকপ্রদ বিষয় হচ্ছে, চলতি বছরেই বাংলাদেশ ইনিংস ব্যবধানে টেস্ট জয়ের তৃতীয় উদাহরণ সৃষ্টি করেছে। অর্থাৎ একই বছরে দুইবার ইনিংস ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

টেস্টে খুব বেশি সফলতা নেই বাংলাদেশের। ইনিংস ব্যবধানে জয়ের সংখ্যাও খুব সামান্য, মোটে চারটি। যে তালিকার সর্বশেষ সংযুক্তি আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্ট জয়। ৫৮৭ রানের পাহাড় গড়ে আইরিশদের বাংলাদেশ হারিয়েছে, ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে।

চমকপ্রদ বিষয় হচ্ছে, চলতি বছরেই বাংলাদেশ ইনিংস ব্যবধানে টেস্ট জয়ের তৃতীয় উদাহরণ সৃষ্টি করেছে। অর্থাৎ একই বছরে দুইবার ইনিংস ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। দীর্ঘ ২৫ বছর ধরে বাংলাদেশের বিচরণ টেস্ট ক্রিকেটের বনেদী ফরম্যাটে।

মোটে ২৪টি টেস্ট জিততে পেরেছে বাংলাদেশ। এই সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ১৪ জন অধিনায়ক। এদের মধ্যে বর্তমান অধিনায়ক শান্তর নেতৃত্বে পাঁচ টেস্ট জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ- যা বাংলাদেশের যেকোন টেস্ট অধিনায়কের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ জয়ের রেকর্ড।

শুধু কি তাই, শান্তর দল একই বছরে দু’টো ইনিংস ব্যবধানে জয় যুক্ত করেছে বাংলাদেশের টেস্ট ইতিহাসে। প্রথমবার এমন ঘটনা বাংলাদেশ মঞ্চস্থ করেছিল ২০১৮ সালে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মত ইনিংস ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।

নিজেদের দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের এক ইনিংসের সংগ্রহের থেকে পিছিয়ে ছিল ১৮৪ রানে। সেটাই রান ও ইনিংস ব্যবধানে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। দ্বিতীয় দফা এমন উদাহরণ সৃষ্টি করেছে বাংলাদেশ ২০২০ সালে।

বাংলাদেশ ক্রিকেটের দূর্গ খ্যাত মিরপুরে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর সেই একই প্রতিপক্ষকে চলতি বছরে আবারও ইনিংস ব্যবধানে পরাজয়ের স্বাদ দিয়েছে বাংলাদেশ। এদফা ভেন্যু ছিল চট্টগ্রাম। ভেন্যু বদলালেও জয়ের ব্যবধান বদলায়নি। ১০৬ রান ও ইনিংস ব্যবধানেই হেরেছিল জিম্বাবুয়ে।

ইনিংস ব্যবধানে বাংলাদেশের জয়ের সকল রেকর্ডই ঘরের মাটিতে। এতদিন বাকি ছিল সিলেট। এবার সেই ভেন্যুও যুক্ত হয়ে গেল তালিকাতে। তবে বাংলাদেশ দল নিশ্চয়ই ঘরের মাটির দাপটেই সন্তুষ্ট থাকতে চাইবে না। ভিনদেশে গিয়েও টেস্টে নিজেদের সক্ষমতার জানান দিতে চাইবে। এতদিনেও তেমন এক উদাহরণ সৃষ্টি করতে না পারা সত্যিই হতাশাজনক।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link