ছোট ব্যাটে বাংলাদেশের স্পিন সামলানোর প্রস্তুতি

হাতে ছোট ব্যাট, উইকেটের সামনে ক্যামেরা স্ট্যান্ড। মিরপুরের সেন্টার উইকেটে শুরু হয় বাংলাদেশের ব্যাটিং অনুশীলন। তবে এই অনুশীলন খানিকটা ভিন্ন। 

হাতে ছোট ব্যাট, উইকেটের সামনে ক্যামেরা স্ট্যান্ড। একদিকে হেডকোচ বোঝাচ্ছেন ব্যাটারদের কর্ম পরিকল্পনা। অন্যদিকে স্পিন বোলিং কোচ স্পিনারদের দিয়েছেন টোটকা। ব্যাস এরপরই মিরপুরের সেন্টার উইকেটে শুরু হয় বাংলাদেশের ব্যাটিং অনুশীলন। তবে এই অনুশীলন খানিকটা ভিন্ন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম স্পিনারদের আখড়া। সেখানে স্পিনারদের জয়জয়কার এক চিরন্তন সত্য। এমন উইকেটে ব্যাটারদের রান করতে ঘাম ঝরানো হয় প্রচুর। তবে স্রেফ ঘাম ঝড়ালেই তো চলবে না, বুদ্ধিমত্তার সাথে ব্যাটিংটা করতে হবে। ফ্রন্ট ফুটে স্পিন সামলানোর জন্য ব্যাটারদের হাতে তুলে দেওয়া হয়েছিল অপেক্ষাকৃত ছোট আকৃতির ব্যাট।

সেই ব্যাট, সামনের দিকে ঝুকে থাকার অনুশীলন করিয়েছে ব্যাটারদের। দ্রুত বলের কাছাকাছি ফ্রন্টফুট চলে যায়। বলের উপর যেন দৃষ্টি আরও স্পষ্ট হয়। সে কারণেই ব্যবহার করা হয়েছে অপেক্ষাকৃত খাটো দৈর্ঘ্যের ব্যাট। এতে করে ব্যাটারদের পায়ের ব্যবহারটা দ্রুত হবে। অলসতা ব্যাটারদেরকে আউট হওয়ার সমস্ত আয়োজন তৈরি করে দিতে পারে।

এই পুরো প্রক্রিয়া ভিডিও করে রাখা হয়েছে- ব্যাটারদের ভুলগুলো যেন সহজেই সমাধান করা যায়। এছাড়া সেন্টার উইকেটের অনুশীলনে ব্যাটারদেরকে কাল্পনিক ম্যাচের পরিস্থিতি বর্ণনা করে দেওয়া হয় টিম ম্যানেজমেন্টের কাছ থেকে। সেই পরিস্থিতিতে রান বের করার মাসল মেমোরি যাতে সৃষ্টি হয়।

অন্যদিকে স্পিনারদের বাতলে দেওয়া হয়েছিল, যেন নিজের সর্বোচ্চ স্কিলের প্রতিফলনই ঘটায় তারা। রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও সিরিজের মাঝপথে ডাক পাওয়া নাসুম, ব্যাটারদের আউট করার চেষ্টা করে গেছেন প্রতিটি বলে। তাছাড়া হলুদ রঙা মার্কার দিয়ে, ব্যাটারদের ব্যাকফুটে যাওয়ার দূরত্বও নির্ধারণ করে দেওয়া হয়েছিল। যেন তারা খুব বেশি পেছনে গিয়ে নিজেদের ব্যালেন্স হারিয়ে না ফেলেন।

মোদ্দাকথা স্পিনারদের বিপক্ষেও ব্যাটারদের রান করার দীক্ষা দেওয়া হয়েছে। নিদেনপক্ষে একটা মোটামুটি সংগ্রহ অন্তত স্কোরবোর্ডে থাকা প্রয়োজন। তাছাড়া রান তাড়া করার ক্ষেত্রেও তো স্পিনিং কন্ডিশনে রান তুলতে হবে। ব্যাটারদের তাই প্রস্তুত থাকা চাই।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link