অবধারিত তিন পরিবর্তন, বাংলাদেশের টিকে থাকার লড়াই

একাদশে তিন পরিবর্তন অবধারিত। আফগানিস্তান ম্যাচ যে করেই হোক জিততে চাইবে বাংলাদেশ।

এশিয়া কাপে বাংলাদেশের স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচ। প্রতিপক্ষ আফগানিস্তান। লিটন দাসের একাদশে তিন পরিবর্তন অবধারিত। আফগানিস্তান ম্যাচ যে করেই হোক জিততে চাইবে বাংলাদেশ। সে কারণেই দলে পরিবর্তন আনা ভীষণ জরুরি।

শ্রীলঙ্কার বিপক্ষে বেশ নড়বড়ে পারফরমেন্সে বাংলাদেশের হয়েছে ভরাডুবি। তাতে করে শঙ্কা জেগেছে সুপার ফোরে বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে। সেই শঙ্কার কালো মেঘ হয়ত আফগান ম্যাচের পরই সরে যাবে না। তবে জমাট বাঁধা সেই মেঘকে হালকা অন্তত করবে। সে কারণেই দলের আন্ডার পারফরমারদের সাইডবেঞ্চে পাঠানো অবধারিত।

সেদিক থেকে প্রথমেই একাদশ থেকে ছাটাই হবেন শরিফুল ইসলাম। শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিসকে প্যাভিলিয়নে দ্রুত ফেরত পাঠানোর উদ্দেশ্য ছল বাংলাদেশের। সে ভাবনা থেকে শরিফুলকে নেওয়া হয়েছিল একাদশে। তার ইনকামিং ডেলিভারিতে পাথুম ও কুশলদের ভোগার পূর্ব ইতিহাস রয়েছে। কিন্তু শরিফুল আশার প্রতিফলন ঘটাতে হয়েছেন ব্যর্থ।

৩ ওভারে ২৬ রান খরচায় কোন উইকেট আদায় করতে পারেননি তিনি। এ কারণেই তার পরিবর্তে একাদশে যুক্ত হবেন তাসকিন আহমেদ। আফগানদের সাথে সর্বশেষ টি-টোয়েন্টি মোলাকাতে ৪ ওভারে ১২ রান খরচায় এক উইকেট নিয়েছিলেন তাসকিন। এমন অনবদ্য পারফরমেন্সই তার কাছ থেকে থাকবে প্রত্যাশিত।

অন্যদিকে বোলিং ডিপার্টমেন্টে আরও এক ছাটাই প্রায় অবধারিত। রিশাদ হোসেনের পরিবর্তে একাদশে নাসুম আহমেদের অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত। প্রথম দুই ম্যাচে নিদারুণ হতাশ করেছেন রিশাদ। বিশেষ করে শ্রীলঙ্কা ম্যাচে বেশ ধুকতে দেখা গেছে তাকে। ১ ওভার বোলিং করে ১৮ রান হজম করেছেন তিনি। ছিলেন উইকেট শূন্য। হংকংয়ের বিপক্ষেও খরুচে ছিলেন তিনি। সেদিন অবশ্য ৩১ রানের বিনিময়ে দুইটি উইকেট যুক্ত হয়েছিল তার নামের পাশে।

আফগানিস্তানের একাদশে ডানহাতি ব্যাটারদের আধিক্য বেশি। সে কথা মাথায় রেখে হলেও অন্তত নাসুমের অন্তর্ভুক্তি যুক্তিসংগত। আর তৃতীয় পরিবর্তন হবে ব্যাটিং ইউনিটে। তাওহীদ হৃদয় হারাতে পারেন নিজের অবস্থান। হংকং ম্যাচে তিনি রান পেয়েছিলেন, শ্রীলঙ্কা ম্যাচে অবিশ্বাস্য এক রান আউটের শিকার হয়েছেন। তবে দু’টো ম্যাচে মোটেও সাবলীল ছিলেন না হৃদয়। প্রতিটা রানের জন্যে তাকে ভীষণ কষ্ট করতে দেখা গেছে বাইশ গজে।

সাম্প্রতিক সময় মোটেও ভাল যাচ্ছে না ডানহাতি এই ব্যাটারের। রানে নেই, পারফরমেন্সের বেহাল দশা। এমন অবস্থায় বাঁচা-মরার লড়াইয়ে তাকে একাদশে রাখা হতে পারে আত্মঘাতি সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট নিঃসন্দেহে নিতে চাইবে না। সে কারণেই মোহাম্মদ সাইফকে একাদশে দেখতে পাওয়ার সুযোগ প্রবল।

এই তিন পরিবর্তন নিয়ে আফগানিস্তানের বিপক্ষে টিকে থাকার লড়াই চালাবে বাংলাদেশ। ইতিবাচক ফলাফল এলেও, শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হতে পারে টাইগারদের। কারণ সেই নেট রানরেট। গ্রুপ অব ডেথে এক ম্যাচ জয়ী দলগুলোর মধ্যে রানরেটে সবার নিচে বাংলাদেশের অবস্থান।

বাংলাদেশের (সম্ভাব্য) একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক-উইকেটরক্ষক), মোহাম্মদ সাইফ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link