টেস্ট ক্রিকেটে গড়ের রাজা বুমরাহ

টেস্ট ক্রিকেটে উইকেট নেওয়ার পাশাপাশি রান আটকানো সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি।টেস্ট ক্রিকেটের শতবর্ষী ইতিহাসে এমন কিছু নাম আছে, যাঁরা শুধু উইকেট নিয়েই থেমে থাকেননি। তাঁরা রান আটকেছেন, প্রতিপক্ষকে চাপে রেখেছেন, আর নিজেদের নাম লিখিয়ে নিয়েছেন বোলিং গড়ের শ্রেষ্ঠ তালিকায়।

টেস্ট ক্রিকেটে উইকেট নেওয়ার পাশাপাশি রান আটকানো সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি।টেস্ট ক্রিকেটের শতবর্ষী ইতিহাসে এমন কিছু নাম আছে, যাঁরা শুধু উইকেট নিয়েই থেমে থাকেননি। তাঁরা রান আটকেছেন, প্রতিপক্ষকে চাপে রেখেছেন, আর নিজেদের নাম লিখিয়ে নিয়েছেন বোলিং গড়ের শ্রেষ্ঠ তালিকায়।

  • ফ্রেড ট্রুম্যান (ইংল্যান্ড) – গড়: ২১.৫৭

ইংলিশ বোলিংয়ের প্রাচীন ইতিহাসের উজ্জ্বল নাম ফ্রেড ট্রুম্যান। ১৯৫২ থেকে ১৯৬৫—এই ১৩ বছরে ৬৭টি টেস্টে ৩০৭ উইকেট তুলে নিয়েছিলেন এই ডানহাতি পেসার। গড় ছিল ২১.৫৭, ইকোনমি মাত্র ২.৬১! ১৭ বার ইনিংসে পাঁচ উইকেট আর ৩ বার ম্যাচে দশ উইকেট—টেস্টের ক্লাসিক যুগে তিনিই ছিলেন প্রতিপক্ষ ব্যাটারদের দুঃস্বপ্ন।

  • কার্টলি অ্যামব্রোস (ওয়েস্ট ইন্ডিজ) – গড়: ২০.৯৯

ওয়েস্ট ইন্ডিজের বোলিং রাজত্বে অন্যতম স্তম্ভ ছিলেন কার্টলি অ্যামব্রোস। প্রায় এক যুগ টেস্ট ক্রিকেটে দাপটের সঙ্গে খেলে গেছেন তিনি। ৯৮টি ম্যাচে ৪০৫ উইকেট, গড় ২০.৯৯, আর ইকোনমি মাত্র ২.৩০! ওয়েস্ট ইন্ডিজের পেস কারখানার সবচেয়ে নিখুঁত শিল্পীদের একজন তিনি।

  • জোয়েল গার্নার (ওয়েস্ট ইন্ডিজ) – গড়: ২০.৯৭

‘দ্য বিগ বার্ড’ নামে পরিচিত জোয়েল গার্নার ছিলেন প্রতিপক্ষ ব্যাটারদের বিভীষিকা। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই পেসার ১৯৭৭ থেকে ১৯৮৭ পর্যন্ত ৫৮টি টেস্টে ২৫৯ উইকেট শিকার করেছেন। গড় ২০.৯৭, ইকোনমি ২.৪৭! ওয়েস্ট ইন্ডিজের সোনালি যুগে তিনি ছিলেন সবচেয়ে ভয়ানক অস্ত্রগুলোর একটি।

  • ম্যালকম মার্শাল (ওয়েস্ট ইন্ডিজ) – গড়: ২০.৯৪

ওয়েস্ট ইন্ডিজের গতি আর আগ্রাসনের আরেক নাম ম্যালকম মার্শাল। ৮১ টেস্টে ৩৭৬ উইকেট, গড় ২০.৯৪, ইকোনমি ২.৬৮! বাঁহাতি-ডানহাতি সবাই তাঁর সুইংয়ের ধাঁধায় পড়তেন। দুর্দান্ত রিভার্স সুইং, শর্ট বল, ফুল লেংথ—সবই ছিল মার্শালের অস্ত্রভাণ্ডারে। ক্যারিয়ারে ২২ বার ইনিংসে পাঁচ উইকেট আর ৪ বার ম্যাচে দশ উইকেট তাঁর ঝুলিতে আছে।

  • জসপ্রিত বুমরাহ (ভারত) – গড়: ১৯.৩৩

তবে সব কিংবদন্তি নামকে ছাপিয়ে উঠে এসেছে এক ভারতীয় নাম—জসপ্রিত বুমরাহ। মাত্র সাত বছরের ক্যারিয়ারে ৪৬টি টেস্টে ২১০ উইকেট, গড় মাত্র ১৯.৩৩, ইকোনমি ২.৭৭! এমন গড় এর আগে কেউই রাখতে পারেননি ২০০ বা তার বেশি উইকেট নেওয়ার পর।

তাঁর ইয়র্কার, ইনসুইং, সিম-আপ ডেলিভারি—সবকিছুই ব্যাটারের জন্য বিভ্রান্তি। পরিসংখ্যান বলছে—তিনি শুধু ভারতেরই নয়, টেস্ট ইতিহাসের অন্যতম সেরা পেসার হয়ে উঠেছেন ইতিমধ্যেই।

 

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link