ফুটবল মাঠে সুন্দরতম দৃশ্যের একটি হল ফ্রি কিকে গোল হতে দেখা। বলের সাথে পায়ের দারুণ সংযোগ ঘটিয়ে প্রতিপক্ষকে হতভম্ভ করে বলকে জালে জড়ানো দেখতে পারার মাঝে আছে অজানা সুখ।
আসুন দেখে নেয়া যাক ফ্রি কিকে সর্বকালের সেরাদের।
- আন্দ্রে পিরলো (ইতালি)
সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনটাকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন আন্দ্রে পিরলো। ডিফেন্সকে সহায়তার পাশাপাশি নিচে থেকে আক্রমণ গড়ে তোলার কাজে তার জুড়ি মেলা ভার। বলের উপর তাঁর দক্ষতা ছিল প্রশ্নাতীত, বলের সাথে যেন কথা বলতেন।
তার এই দক্ষতার কারণে আড়ালে পড়ে যায় ফ্রি কিকে তার অনবদ্য প্রতিভার কথা। রবার্তো কার্লোসের মতো বুলেট গতি কিংবা বেকহ্যামের মতো বাঁক তার ফ্রি কিকে না থাকলেও গোলের পথটা তিনি জানতেন ভালো করেই। আলতো ছোঁয়ায় বলকে তার ঠিকানায় পাঠাতে তিনি ছিলেন সিদ্ধহস্ত। টাচলাইন কিংবা ডি বক্সের আশেপাশে থেকে তার ফ্রি কিকগুলো সবসময়ই আতংক ছড়াতো প্রতিপক্ষকে। ২০১৭ সালে ফুটবল থেকে অবসরের আগে তিনি ফ্রি কিক থেকে ৪৫ টি গোল করেন।
- হুয়ান রোমান রিকুয়েলমে (আর্জেন্টিনা)
সুন্দর ফুটবলের অনিন্দ্য এক পূজারি ছিলেন আর্জেন্টাইন প্লেমেকার হুয়ান রোমান রিকুয়েলমে। তার গোলের সৌন্দর্য বিমোহিত করেছে হাজার হাজার দর্শককে। আর্জেন্টিনার দর্শকেরা তাকে তুলনা করতেন ম্যারাডোনার সাথে। কয়েকজনকে ড্রিবলিং করা এবং দূরপাল্লার শটে গোল করার পাশাপাশি দারুণ ফ্রি কিক নিতে পারতেন তিনি।
ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা দুই জায়গাতেই তিনি দেখিয়েছেন নিজের ফুটবল নৈপুণ্য। বর্তমানে লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে নিয়মিত ফ্রি কিকে গোল করলেও পূর্বে এই কাজটি করতেন রিকুয়েলমে। এই ফুটবলার তার ক্যারিয়ারে ৩১ টি ফ্রি কিক জালে জড়িয়েছেন।
- হোসে লুইস চিলাভার্ট (প্যারাগুয়ে)
গোলরক্ষকদের প্রধান কাজ গোল বাঁচানো হলেও ফুটবলবিশ্ব কালেভদ্রে এমন গোলরক্ষককে পেয়েছে যারা কিনা পাশাপাশি গোল করতেও সক্ষম। তেমনি একজন হলেন প্যারাগুয়ের কিংবদন্তি গোলরক্ষক হোসে লুইস চিলাভার্ট। সেট পিসকে প্রতিপক্ষ গোলরক্ষকের দুঃস্বপ্নে পরিণত করতেন তিনি।
১৯৯৯ সালে ভেলেজ সার্সফিল্ডের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেও দারুণ এক হ্যাটট্রিক করেন। এছাড়াও ২০০১ সালে রিভারপ্লেটের বিপক্ষে বোকা জুনিয়র্সের হয়ে নিজ অর্ধ থেকে করা তার বিখ্যাত গোলটিকে বিবেচনা করা হয় ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা গোল হিসেবে। এছাড়াও পুরো ক্যারিয়ারজুড়েই এমন সব দারুণ মুহূর্তের জন্ম দিয়েছেন তিনি। গোলকিপার হিসেবেও তিনি ছিলেন অসাধারণ, আইএফএফএইচএসের বর্ষসেরা গোলকিপারের খেতাব জিতেন টানা তিনবার। ক্যারিয়ারে ১৭ বার ফ্রি কিকে প্রতিপক্ষের গোলকিপারকে বোকা বানিয়েছেন তিনি।
- জুনিনহো (ব্রাজিল)
তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা এই ফ্রি কিক টেকারকে ভক্তরা ডাকেন ‘ফ্রি কিক ঈশ্বর’ নামে। দারুণ গতি, বলকে বাঁকানোর ক্ষমতা, অ্যাঙ্গেল সৃষ্টি করা সবমিলিয়ে তার জন্মই যেন হয়েছিল ফ্রি কিক নেবার জন্য। ফ্রি-কিক থেকে সবচেয়ে বেশিবার বল জালে জড়িয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। বলে যথেষ্ট গতি সৃষ্টি করতে পারার ক্ষমতার কারণে মাঠের যেকোনো জায়গা থেকেই ফ্রি-কিকে তিনি ছিলেন সমান কার্যকরী।
ক্লাব ক্যারিয়ারের পুরোটা সময় তিনি কাটিয়েছেন ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওনে। পুরো ক্যারিয়ারে ১৪৮ গোল করা জুনিনহো নিজের মোট গোলের অর্ধেকের বেশিই করেছেন ফ্রি কিক থেকে। সেট পিস থেকে বল জালে জড়িয়েছেন ৭৭ বার, এমনি এমনি তো আর তাকে ফ্রি কিকের বরপুত্র বলে ডাকা হয় না।
- রবার্তো কার্লোস (ব্রাজিল)
ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের কিংবদন্তি এই ফুটবলার ছিলেন ভার্সেটাইল এক ফুটবলার। লেফটব্যাক, উইংব্যাক, লেফট উইংগার এমনকি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেও খেলেছেন অনেক ম্যাচ। বুলেট গতির সব ফ্রি কিক নিতে পারতেন বলে তাকে ডাকা হয় ‘দ্য বুলেটম্যান’ নামে। তিনি প্রতি শটে প্রায় ১০৭ কি.মি./ঘন্টা সৃষ্টি করতে পারতেন।
ফ্রান্সের বিপক্ষে করেছিলেন ঐতিহাসিক এক ফ্রি কিক গোল। ৩৫ মিটার দূর থেকে নেয়া তার সেই জোরালো ফ্রি কিক মাঝপথে বাঁক নিয়ে আশ্রয় নেয় জালে। কার্লোসের এই গোলের রহস্য আজও চিন্তার উদ্রেক ঘটায় বিজ্ঞানীদের মনে। দশ কদম দৌড়ে নেয়া তার ফ্রি কিক আজও নস্টালজিক করে তোলে ফুটবলপ্রেমীকদের।
- ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)
ফুটবল মাঠে এমন কিছু নেই যা কিনা ক্রিশ্চিয়ানো রোনালদোর পক্ষে করা অসম্ভব। দুর্দান্ত গতি, ড্রিবলিং, দারুণ ফিনিশিংয়ের পাশাপাশি ফ্রি কিক থেকে গোল করাটা রোনালদোর টেডমার্ক হয়ে দাঁড়িয়েছে। কয়েক পা দৌড়ে এসে বলের উপর দারুণ গতি সৃষ্টি করতে পারেন এই ফুটবল তারকা।
ক্যারিয়ারের শুরুর দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের লাল জার্সিতে দূরপাল্লা থেকে ফ্রি কিকে গোল করাটাকে রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন তিনি। তবে ক্যারিয়ারের শেষের দিকে এসে পায়ের ইনজুরির কারণে কিছুটা কার্যকারীতা কমে গেছে তার। তা সত্ত্বেও ফ্রি কিকে নামের পাশে ৫৫ গোল আছে এই পর্তুগিজ তারকার।
- লিওনেল মেসি (আর্জেন্টিনা)
আর্জেন্টাইন এই খুদে জাদুকর ফুটবল ইতিহাসের সর্বকালের সেরাদের একজন। ক্যারিয়ারের শুরুর দিকে ফ্রি কিকে কিছুটা পিছিয়ে থাকলেও সময়ের সাথে সাথে উন্নতি এনেছেন নিজের ফ্রি কিক দক্ষতায়। এখন নিয়মিতই সেটপিস থেকে বল জালে জড়াতে দেখা যায় এই ফুটবল তারকাকে।
কার্লোস কিংবা রোনালদোর মতো দারুণ গতি না থাকলেও প্লেসমেন্ট এবং বলকে বাঁকিয়ে জালে জড়াতে তিনি সিদ্ধহস্ত। ক্যারিয়ারের পুরোটা সময় বার্সেলোনায় কাটানো এই ফুটবল তারকা ফ্রি কিক থেকে ৫৮ গোল করেছেন এখনো পর্যন্ত। তবে সংখ্যাটা যে অদূর ভবিষ্যতে বাড়বে সেটা বলাই বাহুল্য।
- ডেভিড বেকহ্যাম (ইংল্যান্ড)
একবিংশ শতাব্দীতে ইংল্যান্ডের ফুটবলের পোস্টারবয় ছিলেন ডেভিড বেকহ্যাম। বেকহ্যাম বিখ্যাত হয়ে আছেন তার অনবদ্য ফ্রি-কিক টেকিং দক্ষতার কারণে। তাঁর সবচেয়ে বিখ্যাত ফ্রি কিক গোলটি ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের হয়ে গ্রিসের বিপক্ষে। খেলা শেষের অন্তিম মুহূর্তে তাঁর সেই অনবদ্য ফ্রি কিকের কারণে বিশ্বকাপ খেলার স্বপ্ন টিকিয়ে রেখেছিলন ইংলিশরা।
বলকে দারুণ বাঁক খাওয়াতে পারতেন বেকহ্যাম। ‘বেন্ড ইট লাইক বেকহ্যাম’ নামের একটি সিনেমাও নির্মিত হয়েছে তার নামে। ইংল্যান্ডের পাশাপাশি খেলেছেন রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলের হয়ে। ফ্রি কিক থেকে ৬৫ টি গোল করেছেন এই তারকা।
ফ্রি-কিকের সেরা ১০
নাম | দেশ | গোল |
জুনিনহো | ব্রাজিল | ৭৭ |
পেলে | ব্রাজিল | ৭০ |
ভিক্টর লেগ্রোটাজাইল | আর্জেন্টিনা | ৬৬ |
রোনালদিনহো | ব্রাজিল | ৬৬ |
ডেভিড বেকহ্যাম | ইংল্যান্ড | ৬৫ |
ডিয়েগো ম্যারাডোনা | আর্জেন্টিনা | ৬২ |
জিকো | ব্রাজিল | ৬২ |
রোন্যাল্ড কোম্যান | নেদারল্যান্ডস | ৬০ |
মার্সেলিনহো কারিওকা | ব্রাজিল | ৫৯ |
রজারিও চেনি | ব্রাজিল | ৫৯ |