চ্যাম্পিয়নশিপের সেরা ব্যাটিং ঝলক

দুই বছর ব্যাপী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব।

ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচ শুরু হবে ১৮ জুন। ২০১৯ সালে অ্যাশেজ সিরিজ থেকে সম্প্রতি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার টেস্ট সিরিজ পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ গুলোতে মুখোমুখি হয়ে মোটামুটি সব দল। ম্যাচগুলোতে আমরা দেখেছি অসাধারণ কিছু ব্যাটিং পারফরম্যান্স।

দুই বছরের এই চ্যাম্পিয়ানশিপে প্রায় ৪০টির মত সেঞ্চুরি ও ১৩টি ডাবল সেঞ্চুরিও দেখেছি আমরা। এমনকি ছিল একটি ট্রিপল সেঞ্চুরিও। চ্যাম্পিয়নশিপের সেরা সব ইনিংস নিয়েই আজকের আয়োজন।

  • দ্বিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা): ২২৪, প্রতিপক্ষ বাংলাদেশ

শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দ্বিমুথ করুনারত্নে বাংলাদেশের বিপক্ষে করেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। টেস্ট চ্যাম্পিয়নশিপের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানদের একজন হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। ৬৯৮ মিনিট ব্যাট করে খেলেছিলেন ২৪৪ রানের এক ইনিংস। সেই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক সৌরভ ও নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করলেও ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কারটা পেয়েছিলেন লঙ্কান এই অধিনায়কই।

  • কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড): ২৫১, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যামিলটনে আরেকটি অসাধারণ ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের এই অধিনায়ক খেলেন তাঁর ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি। তাকে অন্যপ্রান্ত থেকে সমর্থন দিয়ে যাচ্ছিলেন টম লাথাম। ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালি বোলিং অ্যাটাকের বিরুদ্ধেও সেদিন ২৫১ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেন উইলিয়ামসন। দলগত ভাবেও অসাধারণ টেস্ট চ্যাম্পিয়নশিপ পার করে উইলিয়ামসনরা। ফাইনালে ভারতের মুখোমুখি হবার অপেক্ষায় আছে দেশটি।

  • বিরাট কোহলি (ভারত): ২৫৪, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

অধিনায়ক বিরাট কোহলির দল ভারত তো এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ব্যাট হাতেও বরাবরের মতই উজ্জ্বল ছিলেন ভারতের এই অধিনায়ক। তবে টেস্ট চ্যাম্পিয়ন শিপের এই ম্যাচটি বোধহয় তাঁর ক্যারিয়ারেরই অন্যতম সেরা। পুনেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে ২৫৪ রানের অপরাজিত এক ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। এটি ছিল তাঁর ক্যারিয়ারের সপ্তম ডাবল সেঞ্চুরি। সেই ইনিংসে তিনি রবীন্দ্র জাদেজা ও আজিঙ্কা রাহানের সাথে বড় দুটি জুটি গড়েন। কোহলির ব্যাটে চড়ে ৬০১ রানের বিশাল পুজি পায় ভারত। উত্তরে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ২৭৫ এবং দ্বিতীয় ইনিংসে ১৮৯ রানেই অল আউট হয়ে যায়।

  • জ্যাক ক্রাওলি (ইংল্যান্ড): ২৬৭, প্রতিপক্ষ পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে ২৬৭ রানের এক ইনিংস খেলেন ইংল্যান্ডের ক্রাওলি। তাঁর ক্যারিয়ারের জন্যও বেশ গুরুত্বপূর্ণ ছিল এই ইনিংসটি। ২০২০ সালের শুরু থেকেই ভা্লো খেললও বড় ইনিংস খেলতে পারছিলেন না। তবে পাকিস্তানের বিপক্ষে ২৬৭ রানের বিশাল এক ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান বিশ্বের তৃতীয় তরুণ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরির দেখা পান। ইংল্যান্ড ক্রিকেটের জন্য এক বিশাল সম্পদ হতে পারেন এই প্রতিভাবান ব্যাটসম্যান।

  • ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): ৩৩৫ প্রতিপক্ষ পাকিস্তান 

তালিকার সবচেয়ে বড় ইনিংসটি খেলেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে সেই ইংসটি খেলে অজি এই ব্যাটসম্যান। খেলেন ৩৩৫ রানের অপরাজিত এক ইনিংস। পাকিস্তানের বোলারদের রীতিমত অসহায় বানিয়ে তুলেন এই ক্রিকেটার। এটিই তাঁর ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি। ৫৮৯ রানে অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা না করলে হয়তো আরো বড় হতে পারতো ওয়ার্নারের সেই ইনিংস।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link