ভারত জাতীয় দলের নিয়মিত মুখ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। অনেকে তো তাঁকে সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মা পরবর্তী জাতীয় দলের অধিনায়ক হিসেবে বিবেচনা করেন। ফিনিশার হিসেবে বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে দারুণ কার্যকরী এই অলরাউন্ডার।
তবে, খানিকটা ইনজুরি প্রবণ পান্ডিয়া বিভিন্ন সময়ে ইনজুরিতে মাঠের বাইরে থেকেছেন। আসুন দেখে নেয়া যাক, পাঁচ অলরাউন্ডারকে যারা হার্দিক পান্ডিয়ার মতই ভারতের সেরা অলরাউন্ডার হওয়ারই সামর্থ্য রাখেন।
- রবীন্দ্র জাদেজা
হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে ফেরার অপেক্ষায় ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এর মাঝেই টেস্ট দলের হয়ে দারুণ পারফর্ম করে বুঝিয়ে দিয়েছেন মাঠের বাইরে থাকলেও পারফরম্যান্সে মরচে পড়েনি।
দুর্দান্ত বাঁ-হাতি স্পিনের পাশাপাশি লেট মিডল অর্ডারে নিয়মিত রান করতে পটু এই অলরাউন্ডার। জাতীয় দলে সেই পুরনো জাদেজাকে দেখার অপেক্ষায়ই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
- অক্ষর প্যাটেল
গত বছর দুয়েক যাবত দুর্দান্ত ফর্মে আছেন ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল। বিশেষ করে টেস্টে তো হয়ে উঠেছেন দলের অবিচ্ছেদ্য অংশ। ব্যাটিং অর্ডারের শেষের দিকে নামলেও এর মাঝেই ১০ টেস্টে দেখা পেয়েছেন তিন ফিফটির।
এছাড়াও জাতীয় দলের হয়ে ৪০টি টি-টোয়েন্টি এবং ৪৯টি ওয়ানডেতে মাঠে নেমেছেন অক্ষর। হার্দিক পান্ডিয়ার বদলি হিসেবে ভারত জাদেজার পাশাপাশি আক্সারকে খেলানোর চেষ্টা করতেই পারে।
- ওয়াশিংটন সুন্দর
জাতীয় দলের হয়ে ২০১৭ সালে অভিষেক ঘটে ওয়াশিংটন সুন্দরের। কিন্তু পান্ডিয়া এবং জাদেজার সুবাদে কখনোই জাতীয় দলে নিয়মিত সুযোগ পাননি তিনি। তবে সময়ের সাথে সাথে জাতীয় দলে ডাক পাবার দাবি আরো জোরালো করে তুলেছেন সুন্দর। জাতীয় দলের হয়ে এখনো পর্যন্ত চার টেস্ট, ১৬টি ওয়ানডে এবং ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন এই তারকা।
যখনই সুযোগ পেয়েছেন নিজের সামর্থ্যের জানান দিয়েছেন এই অফস্পিনিং অলরাউন্ডার। বিশেষ করে ইনিংসের শুরুর দিকে তাঁর ডানহাতি অফস্পিন ভীষণ কার্যকরী। এছাড়া ব্যাট হাতে দারুণ সব ইনিংস খেলার সামর্থ্য রয়েছে সুন্দরের।
- শার্দুল ঠাকুর
হার্দিক পান্ডিয়ার আবির্ভাবের কারণে জাতীয় দলে খেলার সুযোগ ক্রমশই ফিকে হয়ে এসেছে শার্দুল ঠাকুরের জন্য। ২০১৮ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে এখনো পর্যন্ত আট টেস্ট, ৩৪টি ওডিআই এবং ২৫টি টি- টোয়েন্টিতে মাঠে নেমেছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
আইপিএলে দীর্ঘদিন চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নেমেছেন এই তারকা, ধীরে ধীরে শাণিত করেছেন নিজের দক্ষতা। আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দেয়ার সুখ্যাতি আছে ঠাকুরের।
- রাহুল তেওয়াতিয়া
আইপিএলের এক নিয়মিত পারফর্মারের নাম রাহুল তেওয়াতিয়া। বিশেষ করে ২০২০ আইপিএলের পর থেকে রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন এই লেগস্পিনিং অলরাউন্ডার। সেবারই রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ পারফর্ম করে সবার নজরে আসেন তিনি। ব্যাট হাতে ২৫৫ রান করার পাশাপাশি বল হাতে তুলে নেন ১০ উইকেট।
গত বছর দল বদলে যোগ দেন আইপিএলের নতুন দল গুজরাট লায়ন্সে। অভিষেক মৌসুমেই দলকে শিরোপা জেতানো মিশনে সামনে থেকে নেতৃত্ব দেন এই তারকা। বিধ্বংসী ব্যাটিংয়ে যেকোনো মূহুর্তে ম্যাচের চিত্রনাট্য পাল্টে দেবার সামর্থ্য রাখেন তিনি। এছাড়া সীমিত ওভারের ক্রিকেটে তাঁর লেগস্পিনও দারুণ কার্যকরী। জাতীয় দলে রাহুল তেওয়াতিয়ার অন্তর্ভুক্তি তাই সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।