করোনা ভাইরাস মহামারীতে স্থবির হয়েছিল দেশের ক্রিকেট। হয়নি জাতীয় দলের শ্রীলঙ্কা ট্যুর। হচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল)। করোনার আগে মার্চে অসমাপ্ত থেকে যায় চলমান ঢাকা প্রিমিয়ার লিগ। ক্রিকেটাররা মাঠে ফিরেছেন যদিও। প্রস্তুতি নিচ্ছেন করোনার আড়মোড়া ভাঙার।
বিসিবি সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের। আগামীকাল ২৪ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপ। উদ্বোধনী ম্যাচে দুপুর দেড়টায় মুখোমুখি হচ্ছে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। এ ম্যাচের মাধ্যমে শুরু হচ্ছে নতুন ক্রিকেট মৌসুম।
বেক্সিমকো ঢাকা দলের নেতৃত্বে থাকছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। নেতৃত্বের পাশাপাশি উইকেটের পেছনে রান বাঁচাতে দেখা যাবে তাকে। মুশফিক নতুন দলের নেতৃত্বে এসে দারুণ উচ্ছ্বসিত। এক ভিডিওবার্তায় তিনি জানান, ‘বেক্সিমকো ঢাকায় প্রথমবারের মতো আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। এটা আমার জন্য অনেক বড় রোমাঞ্চের ব্যাপার।’
তারকার চেয়ে তারুণ্যে জোর দিয়েছে ম্যানেজমেন্ট। তাই তো এই দলে তরুণদের ছড়াছড়ি। এ দলে থাকছেন নানা সময়ে আলোচনায় থাকা সাব্বির রহমান। নিজেকে প্রমাণের সুযোগ থাকছে তাঁর। যদিও দীর্ঘদিন ফর্মে নেই সাব্বির। তার পাশাপাশি এ দলে থাকছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন ও আবু হায়দার রনি। তারাই হয়তো সামলাবেন পেস আক্রমণের গুরু দায়িত্ব।
দলনেতা মুশফিকুর রহিমসহ তিন সিনিয়র ক্রিকেটার বাদে বেক্সিমকো ঢাকায় যুব বিশ্বকাপে শিরোপা এনে দেয়া দলের তিন সদস্যকে দেখা যাবে মাঠ মাতাতে। তারা হলেন তানজিদ হাসান তামিম, আকবর আলী ও শাহাদাত হোসেন। তবে বাজির ঘোড়া হতে পারেন ইয়াসির আলি। বরাবরই টি-টোয়েন্টি ক্রিকেটের ‘এক্স ফ্যাক্টর’ হিসেবে নিজেকে প্রমাণ করে এসেছেন তিনি।
মুশফিকের মতে সিনিয়র ও জুনিয়রের সমন্বয়ে গড়া দল যথেষ্ঠ ব্যালান্সড। এই দল নিয়ে মুশফিকরা চ্যাম্পিয়ন হবার লড়াই করবেন। তার ভাষ্যে, ‘বেক্সিমকো ঢাকা সবসময়ই চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিয়ে থাকে এবং এবারও সেটার ব্যতিক্রম হবে না।’
তারুণ্য নির্ভর দল নিয়ে এবারের ঢাকা কতদূর যেতে পারে সেটিই দেখার বিষয়। তারুণ্যনির্ভর দলটি সামলানোর দায়িত্ব আবার ঘরোয়া ক্রিকেটের খুব অভিজ্ঞ একজন কাণ্ডারীর হাতে। তিনি হলেন খালেদ মাহমুদ সুজন। সুজন কোচ হিসেবে একাধিক বিপিএলের ট্রফি জয় করেছেন। তবে, তিনি এই দলকে দিয়ে পারফরম করিয়ে ছাড়বেন বলেই আশা করা যায়।
জানিয়ে রাখা ভাল, গেল ১২ নভেম্বর রাজধানীর পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হয় প্লেয়ার্স ড্রাফট। টুর্নামেন্টের পাঁচ দল গুছিয়ে নেয় নিজেদের দল। ষোল জন করে ৮০ জন ক্রিকেটারকে দলে ভিড়িয়ে নেয় তারা। বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী বাদে এ টুর্নামেন্টের অন্য দলগুলো হলো – বরিশাল ফরচুন, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।
- এক নজরে বেক্সিমকো ঢাকা দল
স্কোয়াড: মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলি, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার, পিনাক ঘোষ, রবিউল ইসলাম রবি।
কোচ: খালেদ মাহমুদ সুজন