অর্থই অনর্থের মূল, স্যাম্পল কেস — ঋষাভ পান্ত

উচ্চ মূল্য একজন খেলোয়াড়কে ঠিক কতটা মানসিক পীড়ায় ফেলে দিতে পারে- তার একটা ‘স্যাম্পল কেস’ হয়ে রইল ১৮ তম আইপিএলে ঋষাভের দুর্গতি। 

২৭ কোটি রুপি দিয়ে রীতিমত এক অসাড় মূর্তি কিনেছে লখনৌ সুপার জায়ান্টস। ঋষাভ পান্ত আছেন, কিন্তু কিছুই করছেন না যেন। স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়- তিনি সেই সূত্র ধরে একেবারে নিষ্ক্রিয় হয়ে আছেন। অথচ নিলাম শেষে কত আলোচনাই না হল তাকে ঘিরে!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে এর আগে কেউ পায়নি ২৭ কোটি রুপি। অর্থাৎ রেকর্ড পরিমাণ দামে তাকে কিনেছিল লখনৌ সুপার জায়ান্টস। বড় আশা-ভরসা করে তারা কিনেছিল ঋষাভকে। ভেবেছিল লোকেশ রাহুলের ঘাটতি পূরণে তিনিই হবেন যোগ্য নেতা। কিন্তু সে আশার গুড়ে নিজ হাতে বালি ছিটিয়ে যাচ্ছেন ঋষাভ পান্ত।

দুই ম্যাচ বাকি থাকতেই প্লে-অফ খেলার স্বপ্ন ধুলোয় মিশে গেছে লখনৌয়ের। শুধু অধিনায়ক হিসেবেই যে পান্ত ব্যর্থ তা নয়, ব্যাট হাতেও তিনি রীতিমত এক ঠায় দাঁড়িয়ে থাকা নিথর স্তম্ভ। ১৩৫ রান করেছেন তিনি ১১ ইনিংস থেকে। তার জন্যে নির্ধারিত পারিশ্রমিক অনুযায়ী প্রতিটি রানের জন্যে ২০ লাখ রুপি করে পাবেন তিনি। ১৪ ম্যাচ শেষে হয়ত সংখ্যাটা খানিক কমবে।

কম কষ্টে বেশি লাভ- ঋষাভের মস্তিষ্কে নিশ্চয়ই এমন ভাবনা ঘুরপাক খাচ্ছে না। তিনি বরং উলটো চাপে পড়ে গেছেন। এই বিপুল অর্থের পারিশ্রমিক তাকে মানসিকভাবে ব্যাকফুটে ফেলে দিয়েছে। প্রত্যাশার পাহাড় তার স্বাভাবিক খেলার ধরণের উপর প্রচণ্ড ভর নিয়ে চেপে বসেছে।

এ কারণেই সম্ভত ঋষাভ স্রেফ ১০০ স্ট্রাইকরেটে ব্যাট চালাচ্ছেন চলমান আইপিএলে- এও কি সম্ভব! মারকাটারি নির্ভীক ব্যাটিংয়ের জন্যেই তো তিনি প্রসিদ্ধ। সেই ঋষাভ কি-না ওয়ানডে ঢঙে রান তুলছেন আইপিএলে! তবে কচ্ছপ গতিতে রান তুলেও যে তিনি বেশিদূর এগোতে পারছেন না। তার গড় ঘুরপাক খাচ্ছে ১২ এর ঘরে।

কি নিদারুণ বাজে সময় কাটাচ্ছেন তা নিশ্চয় আর বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। ঋষাভের সক্ষমতা কিংবা তার দক্ষতাকে প্রশ্নবিদ্ধ করার উপায় নেই। বরং উচ্চ মূল্য একজন খেলোয়াড়কে ঠিক কতটা মানসিক পীড়ায় ফেলে দিতে পারে – তার একটা ‘স্যাম্পল কেস’ হয়ে রইল ১৮ তম আইপিএলে ঋষাভের দুর্গতি।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link