৩৯, বিজয়ের দূর্ভাগ্যের গ্যাড়াকল

হাসতে হাসতে সাজঘরে ফিরে গেলেন বিজয়। এ যেন আক্ষেপের হাসি, দূর্ভাগ্যের দীর্ঘশ্বাস! বিজয়ের এই দূর্ভাগ্য শেষ হবে কবে।

আবারও দূর্ভাগ্যের শিকার হলেন এনামুল হক বিজয়। এবার ভুল বোঝাবুঝিতে হলেন রান আউট। তিন নম্বরে নেমে নাঈম শেখের সাথে জুটিটা যখন প্রাণ পেতে শুরু করেছে, তখনিই ছন্দপতন।

১২ রানে পারভেজ হোসেন ইমন সাজঘরে ফিরে গেলে মারকাটারি ব্যাটিং করে যাচ্ছিলেন বিজয় আর নাঈম। মাত্র নয় ওভারে ৭৩ রানের জুটি গড়ে ফেলেন তাঁরা।

১৩ তম ওভারের পঞ্চম বলে স্কয়ার লেগে বল ঠেলে দিয়ে এক রান বের করে নিতে চেয়েছিলেন বিজয়। তখনই বিপদ। বিজয় দৌঁড় শুরু করলেও তাঁর ডাক ফিরিয়ে দেন নাঈম। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জশ ক্লার্কসনের ছুড়ে মারা বলে স্ট্যাম্প ভেঙে ফেলতে কোনো বেগ পেতে হয়নি উইকেটরক্ষক মিশ হে’র।

ফলে,৩৯ রানের গ্যাড়াকলে আবারও আটকা পড়লেন এনামুল হক বিজয়। আসলে বলা ভাল, ৪০ রানের গণ্ডিটা বারবার পেরোতে ব্যর্থ হচ্ছেন তিনি।

সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানের ইনিংস খেলার পর ডিআরএসের ফাঁদে পড়ে। তিন বছর পর টেস্ট খেলতে নেমে নিশ্চয়ই হাফ সেঞ্চুরি আক্ষেপ সঙ্গী হয়েছে তাঁর।

এরপর বাংলাদেশ ‘এ’ দলের হয়ে টানা দুই ম্যাচে ওয়ানডেতে ভাল শুরু পেলেন। প্রথম ম্যাচে করতে পারলেন ৩৮। দ্বিতীয় ম্যাচে ৩৯। এবারের আউট হওয়ার ধরণ আরও দূর্ভাগ্যজনক। বড় ইনিংস খেলা যখন খুবই জরুরী তখনই বারবার ব্যর্থ বিজয়।

হাসতে হাসতে সাজঘরে ফিরে গেলেন বিজয়। এ যেন আক্ষেপের হাসি, দূর্ভাগ্যের দীর্ঘশ্বাস! বিজয়ের এই দূর্ভাগ্য শেষ হবে কবে।

Share via
Copy link