বুম বুম বিউটিং

মাত্র ১৫০ রানেই অলআউট হয়ে যায় ভারত। তবে, সেখান থেকেই ভারতের ফেরার গল্পটা লিখছেন বুমরাহ। অস্ট্রেলিয়ার পার্থের উইকেটও পুরোপুরি কথা বলছে বুমরাহর হয়ে।

জাসপ্রিত বুমরাহ সেটাই করলেন, যেটা তিনি সবচেয়ে ভাল পারেন। ব্যাটিংয়ে বাজে দিনে তিনি দারুণ ভাবে দলকে ম্যাচে ফিরিয়েছেন। পুরো অজি টপ অর্ডারই যে তাঁর শিকার।

রাইট ইনটু দ্য ডেক। স্টিভেন স্মিথ ডিফেন্সই করতে চেয়েছিলেন। শেষ রক্ষা হয়নি। যথেষ্ট সময় তিনি পাননি। ফলাফল এলবিডব্লিউ। এর আগের বলটায় কোনো জবাব ছিল না উসমান খাঁজারও। ক্যাচ তুলে দেন উইকেটের পেছনে।

জাসপ্রিত বুুমরাহ অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে একাই শাসন করেছেন। ট্রাভিস হেডও সেই একই পথেই হাঁটছিলেন। ইনসাইজ এজের জন্য বেঁচে চান। এতটাই ভয়ংকর ছিলেন বুম বুম বুমরাহ! পার্থের প্রথম দিনেই হ্যাটট্রিক হয়ে যেতে পারত জাসপ্রিত বুমরাহর!

সেটা না হলেও, অজি টপ অর্ডারের জন্য একটু বেশিই ভাল বোলিং করেছেন জাসপ্রিত। প্রথম তিনটা উইকেটই তাঁর দখলে। এর মধ্যে ভয়ংকর হয়ে ওঠার ক্ষমতা রাখা স্টিভেন স্মিথকে ফিরিয়ে দিয়েছেন প্রথম ডেলিভারিতেই।

শুরুটা হয় অভিষিক্ত নাথান ম্যাকসুইনিকে দিয়ে। বুমরা’র এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। এরপর একই ওভারে পরপর দুই বলে ফিরে যান খাঁজা ও স্মিথ। সেখানেই ভারত ফিরে আসে ম্যাচে।

অধিনায়ক হয়েই জাসপ্রিত বুমরাহ নতুন করে নিজের জাত চিনিয়ে গেলেন। টসে জিতে কেন ব্যাটিং নিল ভারত? বুমরাহর এমন সিদ্ধান্তে সমালোচনা হয়েছিল যথেষ্ট।

কারণ, মাত্র ১৫০ রানেই অলআউট হয়ে যায় ভারত। তবে, সেখান থেকেই ভারতের ফেরার গল্পটা লিখছেন বুমরাহ। অস্ট্রেলিয়ার পার্থের উইকেটও পুরোপুরি কথা বলছে বুমরাহর হয়ে। বল যখন বুমরাহর হয়েই কথা বলে তখন ম্যাচে তো ভারত ফিরতে বাধ্য।

Share via
Copy link