ফ্র্যাঞ্চাইজি দুনিয়ার যোগ্য কোনো বাংলাদেশি ব্যাটার নেই

ফ্র্যাঞ্চাইজি আসরগুলোতে দল পাওয়াতো পরের কথা, নিলামের জন্যই অধিকাংশ ব্যাটার যোগ্যতা দেখাতে পারেন না। ফ্র্যাঞ্চাইজির দুনিয়ায় যখন বাংলাদেশের বোলাররা দাপট দেখিয়ে যাচ্ছেন, তখন তাই বারবার ব্যাটিং আক্ষেপ উঁকি দিচ্ছে। 

রিশাদ হোসেন অস্ট্রেলিয়া কাঁপাচ্ছেন, হোবার্ট হারিকেন্সের প্রাণ ভোমরা তিনি। মুস্তাফিজুর রহমান এখন আইএল টি-টোয়েন্টির এক্স ফ্যাক্টর, আইপিএল নিলামে তাঁকে নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। তাসকিন আহমেদের জন্য খোদ অধিনায়ক টিম সাউদিকে বসে থাকতে হচ্ছে।

সাকিব আল হাসান একটু ছায়ায় ঢাকা পড়েছিলেন। সর্বশেষ ম্যাচে যেভাবে বোলিংয়ে কামব্যাক করলেন, ম্যাচ সেরার পুরস্কার জিতলেন – তাতে বলাই যায় ‘দ্য ভিনটেজ সাকিব ইজ ব্যাক!’

বিশ্বজুড়ে চলমান শীর্ষস্থানীয় দু’টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে চারজন বাংলাদেশি টপ ক্লাস পারফরম করছেন। বিষয়টা আশার গল্প বলে। কিন্তু, এই আলোর নিচেই আছে অন্ধকার। কারণ, তাঁরা সবাই কার্যত বোলার। হ্যাঁ, সাকিব আল হাসান অলরাউন্ডার। তবে, আলোচনায় আছেন এখন বোলিং দিয়েই।

ব্যাটিং সংকট যেন বাংলাদেশের চিরায়ত সমস্যা। বিশ্বমানের বোলার একের পর এক তৈরি হলেও বিশ্বমানের কোনো ব্যাটিং তারকা এই মুহূর্তে দলে নেই, যার প্রতি ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখাবে। সর্বশেষ লিটন দাস কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছেন, এর পরের জায়গাটা ফাঁকা।

এখন যদি হিসাব করতে বসা হয়। এমন কেউ কি দলে আছে যাদের প্রতি বিশ্বের কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখাতে পারে? হ্যাঁ, সেখানে তানজিম হাসান সাকিব, নাহিদ রানা কিংবা শেখ মেহেদী হাসানের কথা আসবে। তাঁরাও তো ব্যাটার।

মানে, ব্যাটিংয়ের বেহাল দশা চলছেই। হ্যাঁ, এখানে সাইফ হাসানের নাম আসতে পারে। টি-টোয়েন্টিতে কামব্যাকেই আলোচিত ছিলেন তিনি এশিয়া কাপে। সেই ধারাবাহিকতায় খেলেছেন আইএল টি-টেনেও। কিন্তু, ইদানিং তাঁর ব্যাঁটও ফিঁকে হয়ে আসছে।

বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় বাংলাদেশের সেরা ব্যাটার কে? এই প্রশ্নের জবাবে আজও ঘুরে ফিরে তামিম ইকবালের নামই আসবে, যদিও তিনি পাঁচ বছর আগে। তামিম কখনও বিশ্বের সেরা টি-টোয়েন্টি ব্যাটারদের একজন ছিলেন না, তারপরও তিনি বাংলাদেশের সেরা।

হ্যাঁ, টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিংয়ের মানটা ওই জায়গাতেই আটকে আছে। তাই তো বড় আসরগুলোতে ব্যাটিং ব্যর্থতায় স্বপ্ন পুড়ে বাংলাদেশের। আর ফ্র্যাঞ্চাইজি আসরগুলোতে দল পাওয়াতো পরের কথা, নিলামের জন্যই অধিকাংশ ব্যাটার যোগ্যতা দেখাতে পারেন না। ফ্র্যাঞ্চাইজির দুনিয়ায় যখন বাংলাদেশের বোলাররা দাপট দেখিয়ে যাচ্ছেন, তখন তাই বারবার ব্যাটিং আক্ষেপ উঁকি দিচ্ছে।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link