একটা শঙ্কা ছিলো যে, এবারের বিপিএল আকার ও আয়োজনের জন্য ছোট হয়ে আসতে পারে। কিন্তু নিউজিল্যান্ড সফর যথা নিয়মে চলতে থাকায় সেটা আর হয়নি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ৬ দল নিয়ে তিন ভেন্যুতেই অনুষ্ঠিত হবে বিপিএল।
আগামী ২১ জানুয়ারি শুরু হবে বিপিএল। ঢাকা, সিলেট ও চট্টগ্রোমে অনুষ্ঠিত হবে মোট ৩৪টি ম্যাচ। ১৮ ফেব্রুয়ারি ঢাকায় ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলের।
এবারের বিপিএলে বিদেশী খেলোয়াড় খেলানোর নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রতিটি দলের একাদশে তিন জন করে থাকবে বিদেশি খেলোয়াড়। আগে এটা ছিলো চার জন। তবে বিপিএলের প্রথম দু একটি ম্যাচে দলগুলো জাতীয় দলের তারকাদের নাও পেতে পারে। নিউজিল্যান্ড থেকে ফেরার পর তারা একটু বিশ্রাম নিতে পারবেন বলে জানিয়েছেন স্বয়ং বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিপিএল জয়ী দল এবার এক কোটি টাকা পাবে পুরষ্কার হিসেবে। আর রানার্সআপ দল পাবে ৫০ লাখ টাকা।
এখন পর্যন্ত ৬টি সংস্থা ৬টি দলের জন্য আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে আগের মতই বরিশাল ও চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে ফরচুন শুজ লিমিটেড ও আখতার গ্রুপ। এ ছাড়া কুমিল্লার দায়িত্ব নিতে চায় কুমিল্লা লিজেন্ডস লিমিটেড। ঢাকার দলটির দায়িত্বে যৌথ ভাবে থাকতে চায় রূপা ফ্যাব্রিকস ও মার্ন স্টিল লিমিটেড। আর খুলনার দল পরিচালনা করতে চায় মাইন্ড ট্রি লিমিটেড। সিলেটের দল নিতে চাচ্ছে প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড।
আগামী ২৭ ডিসেম্বর হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হবে প্লেয়ারস ড্রাফট। তার আগেই যে কোনো ক্যাটাগরি থেকে এক জন খেলোয়াড়কে সরাসরি দলে ভেড়াতে পারবে দলগুলো। এ ছাড়া প্লেয়ার ড্রাফটসে একটি দল সর্বনিম্ন ১০ জন এবং সর্বোচ্চ ১৪ জন স্থানীয় খেলোয়াড়কে কিনতে পারবে।
দলগুলো সর্বনিম্ন ৩ জন এবং সর্বোচ্চ ৮ জন করে বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে। খেলোয়াড় ড্রাফটের বাইরে সর্বোচ্চ ৩ জন বিদেশি খেলোয়াড়কে একটা দল সরাসরি দলে নিতে পারবে।
দেশি খেলোয়াড়দের বিভক্ত করা হবে ৬টি ক্যাটাগরিতে। রে মধ্যে এ ক্যাটাগরি ৭০ লাখ, বি ক্যাটাগরি ৩৫ লাখ, সি ক্যাটাগরি ২৫ লাখ, ডি ক্যাটাগরি ১৮ লাখ, ই ক্যাটাগরি ১২ লাখ এবং এফ ক্যাটাগরির খেলোয়াড় ৫ লাখ টাকা সম্মানী পাবেন।
বিদেশি খেলোয়াড়দের জন্য থাকছে ৫টি ক্যাটাগরি। এ ক্যাটাগরির খেলোয়াড় ৭৫ হাজার ডলার বেতন পাবেন। এ ছাড়া বি ক্যাটাগরিতে ৫০ হাজার, সি ক্যাটাগরিতে ৪০ হাজার, ডি ক্যাটাগরিতে ৩০ হাজার এবং ই ক্যাটাগরিতে ২০ হাজার মার্কিন ডলার সম্মানী থাকছে।