বিপিএল ফ্লপ

বিপিএল ইতোমধ্যে নিজের প্রথম সপ্তাহ পাড় করে ফেলেছে। টুর্নামেন্টটি উপহার দিয়েছে দারুণ কয়েকটি ম্যাচ। তবে অক্রিক্রেটীয় বিষয় নিয়েই যেন হচ্ছে বেশি তর্ক-বিতর্ক। এত আলোচনা-সমালোচনার পরেও দেশের ক্রিকেটের জন্য এই লিগ গুরুত্বপূর্ণ। কেননা এটিই টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের একমাত্র টুর্নামেন্ট।

ফলে এটিই একমাত্র মঞ্চ লোকাল ক্রিকেটারদের পরখ করে দেখার জন্য। অনেকেই বিপিএলে পারফর্ম করে নিজেদের প্রতিভার প্রমাণ দিচ্ছেন। তৌহিদ হৃদয়দের মত তরুণরা ইতোমধ্যেই চলে এসেছেন আলোচনায়। তবে বিপিএলে দুশ্চিন্তার কারণও আছে। জাতীয় দলের অনেক ক্রিকেটারই পারফর্ম করতে পারছেন না এবার। প্রত্যাশা মেটাতে না পারা সেই ক্রিকেটারদের নিয়েই এই তালিকা।

  • নুরুল হাসান সোহান

বাংলাদেশ দলের এই কিপার ব্যাটার এবার পালন করছেন রংপুর রাইডার্সের অধিনায়কের দায়িত্ব। দল হিসেবে রংপুর ভাল করলেও ব্যক্তিগত ভাবে পারফর্ম করতে পারছেন না সোহান। টি-টোয়েন্টি ফরম্যাটে এই ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশের প্রত্যাশা অনেক। তবে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে হতাশই করেছেন সোহান।

তিন ম্যাচে তাঁর স্কোর যথাক্রমে ১৯, ১২ এবং ১০। খুলনা টাইগার্সের বিপক্ষে শেষ ম্যাচে অবশ্য দলকে জেতানোর সুযোগ ছিল তাঁর সামনে। তবে সেই ম্যাচে ১৮ বল থেকে মাত্র ১০ রান করে আউট হয়ে যান সোহান। ম্যাচ শেষ করে আসার যে ক্ষমতা সোহানের ছিল সেটা এখন পর্যন্ত বিপিএলে দেখাতে পারেননি তিনি।

  • ইয়াসির আলি রাব্বি

বাংলাদেশের মিডল অর্ডারের আরেক ভরসার নাম ইয়াসির আলি রাব্বি। তিনিও এবারের বিপিএলে পেয়েছেন অধিনায়কত্বের দায়িত্ব। দলে তামিম ইকবাল থাকলেও অধিনায়ক হিসেবে আছেন ইয়াসির আলী রাব্বিই। তিন ম্যাচের তিনটাই হারা খুলনার হয়ে পারফর্ম করতে পারেননি এই অধিনায়ক নিজেও।

ঢাকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে রাব্বি ২৫ বল থেকে করেছিলেন মাত্র ২৪ রান। এরপর চট্টগ্রামের বিপক্ষে আউট হয়েছেন এক রান করেই। আর রংপুরের বিপক্ষে শেষ ম্যাচে ২২ বল থেকে করেছেন ২৫ রান।

  • লিটন কুমার দাস

লিটন এই মুহূর্তে দেশের সবচেয়ে ইনফর্ম ব্যাটার। দল পেয়েছেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। তবে বিপিএলে এখন পর্যন্ত প্রত্যাশা মেটাতে পারেননি লিটন। প্রথম দুই ম্যাচে যথাক্রমে করেছেন ১০ ও ৮ রান।

তবে বরিশালের বিপক্ষে তৃতীয় ম্যাচে দারুণ শুরু করেছিলেন লিটন। মোহাম্মদ রিজওয়ানের সাথে গড়েন ৪২ রানের ওপেনিং জুটি। দারুণ খেলতে থাকা লিটন ৩২ রান করে দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হয়ে যান। তবে এই ইনিংস একটা আভাস দিচ্ছে। পরের ম্যাচগুলোতে নিশ্চয়ই দেখা যাবে চেনা লিটনকে।

  • তামিম ইকবাল

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন বাংলাদেশের এই ওপেনার। তবুও বিপিএলের মত টুর্নামেন্টে তাঁর কাছে থেকে বড় প্রত্যাশাই থাকে দর্শকদের। খুলনার হয়ে অবশ্য এখনো দেখা যায়নি চেনা সেই তামিমকে।

তামিমের এই অফ ফর্মও হয়তো খুলনার ব্যর্থতার বড় কারণ। তিন ইনিংসের দুটিতে দুই অংকের স্কোড় গড়তে পারেননি তামিম। এক ম্যাচে ৪০ করেছেন ৩৭ বল খেলে। ফলে ভূমিকা রাখতে পারেননি দলের জয়ে।

  • মুস্তাফিজুর রহমান

কুমিল্লা পেস বোলিং আক্রমণের সবচেয়ে বড় অস্ত্র হবার কথা ছিল মুস্তাফিজের। তবে এই পেসার এবার সেভাবে দেখাতে পারছেন না নিজের ধাঁর। তিন  ম্যাচ খেলে সর্ব সাকুল্যে তাঁর ঝুলিতে আছে এক উইকেট।

রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে ৩১ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন ফিজ। পরের ম্যাচে তিন ওভারেই খরচ করেছেন ২৫ রান।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link