পিএসএলে শত কোটিতে দল বিক্রি হয়, বিপিএল ছেড়ে খেলোয়াড় পালায়

এসবকিছুই বিপিএলকে দ্বিতীয় সারির ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে পরিণত করেছে। আর এভাবেই জোড়াতালি দিয়ে চলছে দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। 

কি বৈপরীত্য, একদিন আগেই পাকিস্তান সুপার লিগে নতুন দুই দলের মালিকানার জন্য হয়েছে নিলাম। আর এদিকে পৃষ্ঠপোষকদের কাছ থেকে প্রতিশ্রুতির অর্থ পায়নি সিলেট টাইটান্স, সে কারণে খেলোয়াড়দের পারিশ্রমিক মেটাতে হিমশিম খাচ্ছে দলটি। ফলশ্রুতিতে ছয় ম্যাচ খেলে নিজ দেশে ফেরত গেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।

অথচ গোটা বিশ্বে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের রমরমা বাজার শুরু হওয়ার আগেই মঞ্চস্থ হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ। দ্বাদশ আসর চলমান। নানা প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছিল বিপিএল, সেই বিপিএল এখন আইসিইউ-তে জীবন-মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিপিএল শুরুর বেশ পড়ে গিয়ে পাকিস্তানে শুরু হয়েছে পিএসএল। কেন এমন বৈপরীত্য।

পিএসএলে দু’টো নতুন দল ক্রয়ে ভিন্ন ভিন্ন দুই ফ্রাঞ্চাইজিকে গুণতে হয়েছে যথাক্রমে ১৭৫ কোটি ও ১৮৫ কোটি পাকিস্তানি রুপি। এত বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে ফ্রাঞ্চাইজিগুলো কোন দ্বিধা করেনি। কারণটা স্পষ্ট- ব্যবসা। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ভুবনে বিপিএল দ্বিতীয় প্রাচীনতম টুর্নামেন্ট হলেও, আর্থিকভাবে লাভবান হওয়ার গ্যারান্টি এখনও নেই ফ্রাঞ্চাইজিগুলোর। সে কারণেই অর্থব্যয়ে কৃপণতা আর দ্বিধায় জর্জরিত।

পৃষ্ঠপোষকদের প্রচণ্ড অনীহা বিপিএলের দলগুলোর সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে, কেননা তারকা ক্রিকেটার যে এখন আর আসে না। এই দায়ও অবশ্য ফ্রাঞ্চাইজিদের। তারা খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে টালবাহানা করেছে, বৈশ্বিক প্রেক্ষপটে বিপিএলের একটা দুর্নাম সৃষ্টি হয়ে গেছে। তাতে করে নামকরা তারকা ক্রিকেটাররা বিপিএলে খেলতে আগ্রহ দেখাননা।

সর্বশেষ উদাহরণ হিসেবে মোহাম্মদ আমির পারিশ্রমিকের নিশ্চয়তা পাননি বলে, টুর্নামেন্ট শেষ না করেই চলে গেছেন। এমন উদাহরণ রয়েছে ভুরিভুরি। এক্ষেত্রে আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়টা সবচেয়ে বেশি। ফ্রাঞ্চাইজিগুলোর ব্যবসার নিশ্চয়তা দিতে পারে দীর্ঘ পথচলাতেও। এমনকি ফ্রাঞ্চাইজিগুলোকে দলের দীর্ঘমেয়াদি মালিকানা দেওয়া হয়নি বিগত বছরগুলোতে।

যার ফলে লম্বা সময়ের পরিকল্পনায় একাডেমি গড়ে ওঠেনি, খেলোয়াড়দের পরিচর্যার ব্যবস্থা নেয়নি কেউই। কোনমতে একটা মৌসুম খেলার দল গড়লেই যেন হচ্ছে- এমন মনোভাব ছিল সবার মধ্যে। তাছাড়া তৈরি হয়নি কোন লিগ্যাসি, তৈরি হয়নি কোন নির্দিষ্ট ফ্যানবেস। এসবকিছুই বিপিএলকে দ্বিতীয় সারির ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে পরিণত করেছে। আর এভাবেই জোড়াতালি দিয়ে চলছে দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link