সিলেট পর্ব শেষ করে ঢাকায় ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর। চট্টগ্রামে হবে না এবারের আসরের কোনো ম্যাচ। মূলত সূচির সামঞ্জস্যতা ধরে রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএলের উন্মাদনা থেকে তাই বঞ্চিত হতে হচ্ছে চট্টগ্রামবাসীকে।
ঢাকঢোল পিটিয়েই সিলেট পর্ব দিয়েই যাত্রা শুরু করেছিল বিপিএল। কথা ছিল তিন ভেন্যু অর্থাৎ সিলেট, চট্টগ্রাম এবং ঢাকাতে হবে আসরের সব ম্যাচ। তবে হঠাৎ করেই পরিবর্তন আনা হয়েছে এ সিদ্ধান্তে।

৩০ ডিসেম্বর দুইটি ম্যাচ গড়ানোর কথা ছিল মাঠে। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বন্ধ রাখা হয় সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের এবং ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ। সূচি বদলে তা ৩১ তারিখ আনা হলেও পরবর্তীতে সেটিও বাতিল করা হয়। নতুন সূচি অনুযায়ী এই দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি।
অবশ্য এবার ছয় দল নিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএল, ম্যাচ সংখ্যা এবং সময়সীমাও কমে এসেছে কিছুটা। চট্টগ্রামে না যাওয়ার অন্যতম কারণ অবশ্য এটি। সেই সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্রমণে অনাগ্রহ রয়েছে অনেক ফ্রাঞ্চাইজির।












