দূর গগন থেকে ভেসে আসছে মৃদু উন্মাদনার সুর। ফুটবল বিশ্বকাপের দামাম বেজে উঠেছে। নিশ্চিত হয়ে গেছে সূচি। ব্রাজিলের ম্যাচ মাঠে গড়াবে টুর্নামেন্ট শুরুর তিনদিন পর। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ দেখতে অপেক্ষা করতে হবে আরও চার দিন। কবে, কখন, কোথায় হবে ম্যাচ, সেটা নিয়ে নিশ্চয়ই জেগেছে কৌতূহল।
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে আছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে গ্রুপ ‘জে’-তে। ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হবে ১৪ জুন। প্রতিপক্ষ মরক্কো। বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে ম্যাচ। গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হবে কোন দল- সেটা নির্ধারিত হয়ে যাবে অবশ্য এই ম্যাচের ফলাফলেই। ম্যাচটির ভেন্যু এখনও অবশ্য দোদুল্যমান। নিউ জার্সি কিংবা নিউনিয়োর্কে অনুষ্ঠিত হতে পারে ম্যাচটি।

এরপর ব্রাজিলের ম্যাচ দেখতে অপেক্ষা করতে হবে পাঁচ দিন। ২০ জুন হাইতির বিপক্ষে খেলতে নামবে কার্লো আনচেলত্তির দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়াতে। ম্যাচটি দেখতে সকাল সকাল ঘুম থেকে উঠে ৭টায় বসে যেতে হবে টিভি সেটের সামনে। এরপর গ্রুপের শেষ ম্যাচটি ব্রাজিল খেলবে মায়ামি-তে। স্কটল্যান্ডের বিপক্ষে সেলেসাওরা খেলতে নামবে বাংলাদেশ সময় ভোর চারটা বাজে।
অন্যদিকে জাদুকর লিওনেল মেসি বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবেন ১৭ জুন। কানসাস সিটি আতিথিয়িতা দেবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনাকে। আলবিসেলেস্তাদের প্রথম বাঁধা আলজেরিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে সকাল সাতটায়। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। ডালাসে ম্যাচটি আয়োজিত হবে ২২ জুন, বাংলাদেশ সময় রাত ১১টায়।

গ্রুপ পর্বে আর্জেন্টিনা নিজেদের শেষ ম্যাচটি খেলবে ২৮ জুন। ডালাসেই তাদের প্রতিপক্ষ জর্ডান। লিওনেল মেসির মুগ্ধতার মোহনায় ডুবে যেতে চাইলে, ত্যাগ করতে হবে সকালের ঘুম। বাংলাদেশ সময় সকাল আটটায় অনুষ্ঠিত হবে ম্যাচ। বিশ্বকাপের দুই হট ফেভারিটের একটা সম্ভাবনা রয়েছে সেমিফাইনালে মুখোমুখি হওয়ার। ভ্রমাণ্ড নিশ্চয়ই ফাইনালের মঞ্চে দু’দলকে নিয়ে যাওয়ার চক্রান্ত করতে চাইবে। সেদিনের অপেক্ষা স্রেফ।











