ব্রাজিল আবারও পুরনো সেই ব্রাজিল হতে চাইছে

দীর্ঘদিন পর ব্রাজিল আবার আক্রমণকে কেন্দ্র করে দাপট দেখাল। সামনে এগোবার সাহস, তরুণদের নির্ভীকতা—মনে হতেই পারে সব মিলিয়ে সেলেসাও যেন সত্যিই ছন্দে ফিরছে।

ব্রাজিল আবারও পুরনো সেই ব্রাজিল হতে চাইছে। মারাকানায় রাতটা ছিল একরকম ঘোষণার মতো— ‘আমরা ফিরছি!’ হ্যা, ফিরে আস চলেছে ব্রাজিল ফ্রটবল! বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করা ব্রাজিলের আসলে হারাবার কিছু ছিল না। কিন্তু, অর্জান করার ছিল অনেক।

অনেক বছর পর আবারও দেখা গেল চেনা সেই আক্রমণাত্মক ফুটবল, যার নামেই এক সময় ব্রাজিলকে সংজ্ঞায়িত করত। চিলির বিপক্ষে ৩-০ গোলের জয়টা তাই কেবল আরেকটা স্কোরলাইন নয়।

এটা ইঙ্গিত দিচ্ছে কার্লো আনচেলত্তির ব্রাজিল আবারো পুরনো রং খুঁজে পাচ্ছে। এই দলের আছে আক্রমণের খিদে, ভয়ের তোয়াক্কা নেই।

ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত ব্রাজিল ছিল সামনে। এমনকি ৮০ মিনিট পেরিয়েও কোচ আক্রমণ ভাগে পরিবর্তন করেছেন—এমন দৃশ্য গত এক দশকে বিরল ছিল ব্রাজিলের ফুটবে। নতুন রক্তের আগমন দলটাকে করে তুলেছে সাহসী। তরুণরা ভীত নয়, উল্টো প্রতিপক্ষে ডিফেন্স ভাঙার জন্য ঝাঁপিয়ে পড়ছে প্রতিটা মুহূর্তে।

ম্যাচের গতি যখন তুঙ্গে, তখনই আলো কাড়লেন চেলসির তরুণ এস্তেভাও। ৩৮ মিনিটে নাম তুললেন স্কোরশিটে।  নিখুঁত ফিনিশিংয়ে ব্রাজিলকে এগিয়ে দিলেন ১-০ গোলে। সেলেসাও সমর্থকদের কাছে এই গোল ছিল ভবিষ্যতের প্রতিশ্রুতি। লুকাস পাকেতা দেখালেন অদম্য ধারাবাহিকতা।

মাত্র কয়েক দিন আগে ওয়েস্ট হ্যামের হয়ে জ্বলে উঠেছিলেন। ফর্মটা বয়ে আনলেন জাতীয় দলে। এস্তেভাওয়ের পর গোল করে ব্যবধান দ্বিগুণ করলেন। মাঝমাঠ থেকে সামনে এসে যেভাবে আক্রমণে ধার যুক্ত করছেন, তা ব্রাজিলের জন্য নতুন ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে।

ব্রুনো গিমারাইশ দিলেন তুলির শেষ আঁচড়। ৩-০ গোলের ব্যবধান নিয়ে জয় নিশ্চিত করল। বাকি আনুষ্ঠানিকতার সময়ে মুহর্মূহ আক্রমণ প্রতিপক্ষকে কাঁপিয়ে দিল ব্রাজিল।

সহজ জয়, তাতে তেমন বিস্ময় নেই। বিস্ময় লুকিয়ে ছিল খেলার ধরনে। দীর্ঘদিন পর ব্রাজিল আবার আক্রমণকে কেন্দ্র করে দাপট দেখাল। সামনে এগোবার সাহস, তরুণদের নির্ভীকতা—মনে হতেই পারে সব মিলিয়ে সেলেসাও যেন সত্যিই ছন্দে ফিরছে।

হ্যাঁ, রক্ষণ দুর্বল। আরও ভারসাম্য দরকার। তবে, আক্রমণভাগে যে দু:সাহসী রূপ ফুটে উঠেছে, সেটাই ব্রাজিলিয়ান ফুটবলের আসল সত্তা। আর সেলেসাও ভক্তা এটা নিশ্চিত হয়েই বলতে পারছেন—ব্রাজিল আবারও সেই পুরনো ব্রাজিল হতে চাইছে।

Share via
Copy link