পাকিস্তান সুপার লিগে (পিএসএল) হতাশাজনক একটা দিন পার করেছেন ইমাদ ওয়াসিম। পেশোয়ার জালমির বিপক্ষে বল হাতে কোন উইকেট পাননি তিনি; উল্টো এক ওভারে ১৭ রান হজম করেছেন।
ব্যাটিংও ভাল হয়নি তাঁর, স্রেফ এক রান করে ফিরিছেন প্যাভিলিয়নে। এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। অথচ, খুব বেশিদিন আগের কথা নয় – ইমাদ ছিলেন পাকিস্তানের অধিনায়ক হওয়ার দৌড়ে।
সমালোচকদের মধ্যে বাদ যাননি সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। ইমাদের ফর্ম নিয়ে সরকারি সমালোচনা করেছেন তিনি; জানিয়েছেন এই ক্রিকেটারকে ঘিরে নিজের সংশয়ের কথা।
স্থানীয় একটি স্পোর্টস শো-তে হাফিজ বলেন, ‘আমি বুঝতে পারছি না ইমাদ ওয়াসিম আসলে কি প্রভাব রাখে মাঠে। না বোলার হিসেবে, না ব্যাটার হিসেবে কোন পরিচয়েই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’
উত্তরসূরির কাছে আরও অনেক বেশি প্রত্যাশা করেন পাক কিংবদন্তি। তিনি বলেন, ‘তাঁর (ইমাদ) কাছে আমাদের প্রত্যাশা অনেক বড়।’
পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফকে নিয়েও নিজের বিরক্তি প্রকাশ করেছেন তিনি। ইমাদের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ফাহিমের ছন্দহীন পারফরম্যান্সের কারণেই ইসলামাবাদ ইউনাইটেড ভুগছে বলেই ধারণা তাঁর।
পাকিস্তান দলের সদ্য সাবেক হওয়া এই টিম ডিরেক্টর বলেন, ‘গত কয়েক মৌসুম ধরে পিএসএলে ফাহিমের পারফরম্যান্স ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। ফাহিম এবং ইমাদের এমন অফ ফর্মের কারণেই ইসলামাবাদের বোলিং আক্রমণভাগের শক্তি একেবারে তলানিতে ঠেকেছে।’
বাবর আজমের অনবদ্য সেঞ্চুরির পর কলিন মুনরো, আজম খানদের ব্যাটে ভরে লড়াই চালিয়ে গিয়েছিল শাদাব খানের দল। তবে আট রানে শেষমেশ হারতে হয় তাঁদের, আর এর পিছনে শাদাবের রক্ষণাত্মক অধিনায়কত্বকে দায়ী করছেন মোহাম্মদ হাফিজ।
তিনি বলেন, ‘শাদাব সত্যিই ভাল বল করেছে, কিন্তু তাঁর নিজের ওভারগুলো পরের জন্য বাঁচিয়ে রাখা উচিত হয়নি। সব মিলিয়ে বেশকিছু ট্যাকনিক্যাল ভুল ছিল দলটির।’