অধিনায়কত্বের প্রস্তাব নাকচ করেছিলেন বুমরাহ

টেস্ট দলের অধিনায়ক হিসেবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রথম পছন্দ ছিল জাসপ্রিত বুমরাহ। তবে সে প্রস্তাব ফিরিয়ে দেন ভারতের এই তারকা পেসার।

টেস্ট দলের অধিনায়ক হিসেবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রথম পছন্দ ছিল জাসপ্রিত বুমরাহ। তবে সে প্রস্তাব ফিরিয়ে দেন ভারতের এই তারকা পেসার। মূলত চোটের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

স্কাই স্পোর্টসে দিনেশ কার্তিককে দেওয়া সাক্ষাৎকারে বুমরাহ নিজেই জানিয়েছেন এই কথা। বলেছেন, বিসিসিআই তাকে টেস্ট অধিনায়কের ভূমিকায় ভাবছিল। কিন্তু পিঠের চোট ও ফিটনেস ইস্যু বিবেচনায় নেতৃত্ব নিতে রাজি হননি তিনি।

বুমরাহ বলেন, ‘রোহিত ও বিরাট অবসর নেওয়ার আগে, আমি বিসিসিআই’র সঙ্গে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে আমার ওয়ার্কলোড নিয়ে কথা বলেছিলাম। আমি আমার চিকিৎসক ও সার্জনের সঙ্গেও কথা বলেছি। তারা আগেও আমাকে বলেছেন, কাজের চাপ নিয়ে খুব সচেতন হতে হবে, আমাকে আরও বুদ্ধিমান হতে হবে। এরপর আমি বিসিসিআইকে ফোন করে জানাই, আমাকে যেন নেতৃত্বের জন্য বিবেচনা না করা হয়, কারণ পুরো পাঁচ টেস্ট ম্যাচ খেলতে পারবো না।’

৩১ বছর বয়সী এই পেসার আরও জানান, পুরো সিরিজে না খেলেই যদি অধিনায়কত্ব করতে হয়, সেটা দলের জন্য ভালো হবে না। সিরিজের মাঝে নেতৃত্ব পরিবর্তনের মতো পরিস্থিতি ঠেকাতেই এমন সিদ্ধান্ত তার।

এ বিষয়ে বুমরাহ বলেন, ‘আমি মনে করি না, এটা দলের জন্য ন্যায্য হবে। পাঁচ ম্যাচের সিরিজে যদি তিনটি ম্যাচ আমি খেলি আর বাকিগুলোতে অন্য কেউ নেতৃত্ব দেয়, তাহলে তা দলের স্থিতিশীলতায় প্রভাব ফেলবে। আমি সবসময় দলকে আগে রেখেছি।’

আসন্ন ইংল্যান্ড সিরিজে কোন ম্যাচগুলোতে তিনি খেলবেন আর কোনটা মিস করবেন, তা স্পষ্ট করেননি বুমরাহ। বোর্ড সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, সিরিজে সর্বোচ্চ তিনটি টেস্টে দেখা যেতে পারে এই পেসারকে। সেই হিসেবে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বুমরাহকে নিয়েই পরিকল্পনা সাজাবে টিম ইন্ডিয়া।

বুমরাহ না করাতেই অধিনায়কত্বের ভার ওঠে শুভমান গিলের কাঁধে। আসন্ন সিরিজ তাই তো ইন্ডিয়ার জন্য এক নতুন পরীক্ষা। নতুন পরিকল্পনায় কেমন করে, এটাই এখন দেখার অপেক্ষা!

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link