যখনই প্রয়োজন উইকেট, তখনই মিলবে বুমরাহের দেখা

ভারতের বিপক্ষে চোখ রাঙাচ্ছিলেন প্রোটিয়া দুই ওপেনার। কিন্তু তখন অবধিও জাসপ্রিত বুমরাহকে খেলতে তাদেরকে অস্বস্তির মুখে পড়তে হয়েছে।

টানা সাত ওভার বোলিং করলেন জাসপ্রিত বুমরাহ। বেশ বিরল দৃশ্য। তবে লম্বা স্পেলে বোলিং করেও তার হয়নি ছন্দপতন। উল্টো, দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারকে নিজের শিকারে পরিণত করেই, কলকাতা টেস্টে নিজের ওপেনিং বোলিং স্পেল শেষ করেন জাসপ্রিত বুমরাহ। তার কার্যকারিতায়, প্রথম সেশনে নিয়ন্ত্রণ নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সিদ্ধান্ত। দুই ওপেনার রায়ান রিকেলটন ও এইডেন মার্করাম রান তুলে যাচ্ছিলেন প্রায় ৫.৭০ স্ট্রাইকরেটে। ভারতের বিপক্ষে চোখ রাঙাচ্ছিলেন প্রোটিয়া দুই ওপেনার। কিন্তু তখন অবধিও জাসপ্রিত বুমরাহকে খেলতে তাদেরকে অস্বস্তির মুখে পড়তে হয়েছে।

মোহাম্মদ সিরাজের বিরুদ্ধে বেশ অবলীলায় রান তুলতে পারলেও, বুমরাহ কোন প্রকার সুযোগই দিচ্ছিলেন। দশ ওভারে ৫৭ রান তুলে ফেলা প্রোটিয়াদের ওপেনিং জুটি বুমরাহের বিপক্ষে রান নিতে পেরেছিলেন তখন অবধি মাত্র ৯টি। এরপরই শিকারি বুমরাহ হাজির। নিজের ব্যক্তিগত ষষ্ঠ এবং সপ্তম ওভারে দুই ওপেনারকেই প্যাভিলিয়নে পাঠান জাসপ্রিত বুমরাহ।

একটু দেরী করে হওয়া মুভমেন্টে উড়ে যায় রায়ান রিকেলটনের স্ট্যাম্প। দক্ষিণ আফ্রিকার আগ্রাসন সেখানেই খানিকটা স্তিমিত হবে বলেই ধারণা ছিল। কিন্তু মার্করাম আক্রমণ চালিয়ে যাওয়ার ব্রত নিলেন। আর তিনি টিকে থাকলেই তা ভারতের জন্য হবে অস্বস্তির কারণ। বুমরাহ তেমনটি কেন-ই বা হতে দেবেন?

দিলেনও না, নিজের পরবর্তী ওভারেই তিনি মার্করামকেও ফেরালেন প্যাভিলিয়নে। এদফা রীতিমত ছিল আনপ্লেয়েবল ডেলিভারি। মার্করামের গ্লাভসের ছোঁয়া লেগে তা জমা পড়ে ঋষাভ পান্তের দস্তানায়। প্রস্থান ঘটে মার্করামের। যতটুকু নিয়ন্ত্রণের প্রাসাদ গড়েছিল প্রোটিয়া, তার পুরোটাই ধূলিসাৎ হয়েছে এক বুমরাহের সামনে।

এ কারণেই হয়ত তিনি লম্বা স্পেলে বোলিংটা করে গেছেন। সুফল তিনি পেয়েছেন, উপকৃত হয়েছে ভারত। নতুবা যে ধারায় ব্যাট চালিয়ে যাচ্ছিলেন রিকেলটন ও মার্করাম, তাতে করে প্রথম সেশনে রানের চাপে এলোমেলো হয়ে যেত ভারতের সকল পরিকল্পনা। এক জাসপ্রিত বুমরাহ আছেন বলেই প্রতিটা মুহূর্তে নির্ভার টিম ইন্ডিয়া।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link