বিস্ময়ে ভরা বুমরাহ ভীষণ কার্যকর

বুমরাহ যখনই দারুণ কিছু করেছেন, প্রায় তখনই ম্যাচ জিতেছে ভারত। পার্থেও সম্ভবত সে গল্পই লেখা হবে আরও একটিবার। 

একটা জলজ্যান্ত বিস্ময় জাসপ্রিত বুমরাহ। এই সময়ে তিনিই সেরা। ধ্রুপদী ব্যাটারদের ভূমি থেকে উঠে আসা এক পেস বিপ্লব বুমরাহ। লাল রঙা বল হাতে অস্ট্রেলিয়ার ব্যাটারদের শাসন করেছেন কি অবলীলায়! তিনি যখনই দারুণ কিছু করেছেন, প্রায় তখনই ম্যাচ জিতেছে ভারত। পার্থেও সম্ভবত সে গল্পই লেখা হবে আরও একটিবার।

গুণে গুণে পাঁচ খানা উইকেট তুলে নিয়েছেন জাসপ্রিত বুমরাহ। ব্যাটিং বিপর্যয়ে দিনে অধিনায়ক বুমরাহ দু’হাতে আগলে রাখলেন গোটা দলকে। অস্ট্রেলিয়া যে মোমেন্টাম নিজেদের করেছিল, সেই মোমেন্টামকে একাই ভারতের পক্ষে এনেছেন। টেস্ট ক্যারিয়ারের ১১ তম ফাইফার তুলে নিয়েছেন ডান-হাতি এই পেসার।

তার সফলতার হার বেশ প্রশংসনীয়। অস্ট্রেলিয়ার বুকে এই নিয়ে অষ্টম টেস্ট খেলতে নেমেছেন তিনি। এরই মধ্যে ৩৭টি উইকেটের দেখা পেয়ে গেছেন তিনি। গড়টা তার ১৯ এর একটু বেশি। এমন দুর্দান্ত পারফরমেন্স তিনি হরহামেশাই করেন।

ইংল্যান্ডের মাটিতে তার ৯ ম্যাচে ৩৭টি উইকেট রয়েছে। দক্ষিণ আফ্রিকায় ৩৮টি উইকেট পেয়েছেন ৮টি টেস্ট ম্যাচে। একটু পেসবান্ধব কন্ডিশনে প্রচণ্ড ভয়ংকর হয়ে উঠতে জানেন জাসপ্রিত বুমরাহ। পার্থ টেস্টের আগে, ভারত জিতেছে এমন ১৯টি টেস্টে ১০২টি উইকেট শিকার করেছেন বুমরাহ।

তিনি কতটা কার্যকর বোলার, তা আর বলার অপেক্ষা রাখে না। ওই ১৯টি ম্যাচের মধ্যে ৮টি ইনিংসে ফাইফার আদায় করে নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বুকে দ্বিতীয় ফাইফার তুলে নিয়েছেন তিনি পার্থ টেস্টে। আরও একবার দেখিয়েছেন নিজের মুন্সিয়ানা।

তাতে করে ভারতের বাইরে বুমরাহের এখন টেস্ট উইকেট সংখ্যা ১৩১টি। সংখ্যাটা এখানেই সীমাবদ্ধ থাকবে না সেটা সুনিশ্চিত। কেননা পার্থ টেস্টের এখনও যে একটি ইনিংস বাকি। বুমরাহ নিজেকে প্রতিনিয়ত ছাপিয়ে যাওয়ার মিশনে নেমেছেন। তিনি অনন্য এক উচ্চতায় গিয়ে থামতে চাইছেন।

যদিও টেস্ট ক্রিকেটে খুব একটা নিয়মিত নন। ইনজুরি প্রবণতা রয়েছে তার। সে কারণেই ওয়ার্কলোড ম্যানেজ করেই তাকে খেলতে হয়। নতুবা তিনি তাবড় তাবড় বোলারদের পেছনে ফেলতে পারতেন অনায়াসে। অন্তত তার সক্ষমতা সে সাক্ষ্য দেয় প্রতিনিয়ত।

Share via
Copy link