সিডনিতে ভারতের এখন কার্যত কোনো অধিনায়কই নেই। মধ্যাহ্নভোজের বিরতির পর এক ওভার বল করেই মাঠ ছাড়তে হল জাসপ্রিত বুমরাহকে। চোট পেয়েছেন তিনি? সেটাও পরিষ্কার না। তবে হ্যাঁ, খবর হল – ভারতীয় দলের চিকিৎসক এবং ফিজিও তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছেন স্ক্যান করার জন্য।
ইনজুরি কতটা গুরুতর, সেটা বোঝা যাবে – হাসপাতাল থেকে ফেরার পর। ইনজুরি গুরুতর না হলেও সিডনি টেস্টে এখন অবধি এটাই ভারতের জন্য সবচেয়ে বড় ধাক্কা।
এমনিতেই বিশ্রামে আছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত অধিনায়ক হয়ে দল সামলাচ্ছেন জাসপ্রিত বুমরাহ। এখন তাঁকেও যেতে হল মাঠের বাইরে।
তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। নেতৃত্ব কোহলির জন্য নতুন কিছু নয়। অনেকের মতে, কোহলিই ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক।
অবশ্য বুমরাহর মাঠ থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারটা খুবই নাটকীয়। মাঠের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে তিনি কথা বলে কোহলিকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে মাঠ থেকে বের হয়ে যান।
এরপর ড্রেসিংরুম থেকে পোশাক পাল্টে সোজা ফিজিওর সাথে উঠে পড়েন গাড়িতে। হাসপাতালে যাওয়ার সময় সাজঘরের সিঁড়ি দিয়ে স্বাভাবিকভাবেই নামতে দেখা গিয়েছে তাঁকে। এমনকি পার্কিং লটেও তাঁর হাঁটা-চলায় কোনো অস্বাভাবিকতা ছিল না। ভারতীয় টিম ম্যানেজমেন্টও এখনও এর খোলাসা করেনি।