বাঘা বাঘা ব্যাটাররাও যখন জাসপ্রিত বুমরাহকে হারাতে পারছেন না তখন তাঁর প্রতিদ্বন্দ্বী হয়ে হাজির হলো ইনজুরি। বছরের শুরুতে সিডনি টেস্টে চোট পেয়েছিলেন তিনি, এরপর আর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয়নি, এমনকি আইপিএলের প্রথমদিকেও বসে থাকতে হবে মাঠের বাইরে। এভাবে বারবার বাঁধা পেলে ক্যারিয়ারে এগিয়ে যাওয়া কঠিন হবে এই পেসারের জন্য, তাই তো কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা এগিয়ে এলেন পরামর্শ নিয়ে।
ইনজুরির কারণে অনেক পেসারই ক্যারিয়ার বড় করতে পারেননি। ম্যাকগ্রা তাই বুমরাহকে আরো বেশি পরিশ্রম করার আহ্বান জানিয়ে রেখেছেন। ফিটনেস এবং রিকোভারিতে যেন কোন ছাড় না দেন সে ব্যাপারেও খেয়াল রাখতে বলেছেন তিনি।
নিজের সঙ্গে তুলনা করে এই অজি পেসার বলেন, ‘বুমরাহকে আরো বেশি কষ্ট করতে হবে। ফাস্ট বোলিং করা অনেকটা গাড়ি চালানোর মত, যদি নিয়মিত জ্বালানি না নেন, তাহলে আজ বা কাল সেটা শেষ হয়ে যাবে। আমার ক্ষেত্রে ট্যাঙ্ক বড় ছিল কারণ আমি তাঁর মত এত জোরে বল করতাম না।’

তিনি আরো বলেন, ‘সে কিন্তু বাকিদের চেয়ে বেশি চাপ নেয় নিজের ওপর। ওয়ার্কলোড ম্যানেজ করার উপায় জানা আছে তাঁর, কিন্তু সবসময় সেভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। কিন্তু কিভাবে ফিরে আসতে হবে সেটা তাঁকে বলতে হবে না, ভালো করেই জানা আছে।’
ভারতীয় পেসারের প্রশংসা করতেও ভোলেননি অস্ট্রেলিয়ান তারকা। তিনি বলেন, ‘জাসপ্রিত যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে না থাকতো তাহলে এটা পুরোপুরি একপাক্ষিক হয়ে যেত। এমনকি সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে সে থাকলে হয়তো ভিন্ন কিছু হতো। একটানা পাঁচটা টেস্ট খেলা কিন্তু কঠিন ব্যাপার, ভারতের উচিত তাঁকে ঠিকভাবে ব্যবহার করা।’
তবে কি এই এশিয়ানই অজি দুর্গে ভ্রমণ করা সেরা বোলার – উত্তরে ম্যাকগ্রা বলেন, ‘পরিসংখ্যান তো তাই বলছে। সে আসলে অপ্রতিরোধ্য ছিল, প্রতি ওভারেই মনে হচ্ছিলো উইকেট নিবে। আমারও অবশ্য এমন পিচে বোলিং করতে পারলে ভাল লাগতো।’











