ভারতকে চিন্তায় ফেলেছেন বুমরাহ!

হেডিংলিতে হারের পর বড় এক প্রশ্নচিহ্নের মুখে ভারতীয় দল—জসপ্রীত বুমরাহকে নিয়ে কী হবে ভারতের পরবর্তী পরিকল্পনা? ওয়ার্কলোডকে গুরুত্ব না দিয়ে পাঁচ ম্যাচেই কি খেলানো হবে তাঁকে?

হেডিংলিতে হারের পর বড় এক প্রশ্নচিহ্নের মুখে ভারতীয় দল— জাসপ্রিত বুমরাহকে নিয়ে কী হবে ভারতের পরবর্তী পরিকল্পনা? ওয়ার্কলোডকে গুরুত্ব না দিয়ে পাঁচ ম্যাচেই কি খেলানো হবে তাঁকে?

প্রথম টেস্টে একপ্রকার একাই দলকে ম্যাচে রেখেছিলেন বুমরাহ, তুলে নিয়েছিলেন দাপুটে পাঁচ উইকেট। তবে বাকিদের ব্যর্থতায় হারতে হয়েছে ভারতকে। পরবর্তী ম্যাচগুলো তাই তো আরও বেশি চ্যালেঞ্জিং হবে ভারতের জন্য। আর এখানেই প্রশ্ন, বুমরাহ সব ম্যাচ খেলবেন তো?

এই বিষয়ে দু’ভাগে বিভক্ত ক্রিকেট মহল। কিংবদন্তি সুনীল গাভাস্কার খোলাখুলিই বলেছেন, বুমরাহকে পাঁচটি ম্যাচেই খেলানো উচিত, কারণ তাঁকে বিকল্পহীন বলে মনে করেন তিনি। কিন্তু ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, সিরিজ শুরুর আগেই ঠিক করা হয়েছিল বুমরাহ কেবল তিনটি টেস্ট খেলবেন।

গম্ভীর বলেন, ‘আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। সামনে অনেক ক্রিকেট আছে। আমরা জানি, সে দলে কী নিয়ে আসে। এই সফরের আগেই ঠিক করা হয়েছিল বুমরাহ তিনটি টেস্ট খেলবে। তবে তার শরীর কেমন সাড়া দেয়, সেটাও দেখতে হবে। এখনও বাকি দুটি ম্যাচ কোনগুলো হবে, তা ঠিক হয়নি।’

শেষ ইনিংসে যখন ইংল্যান্ড ৩৭১ রান তাড়া করে জেতে, তখন বুমরাহ ছিলেন উইকেটশূন্য। এটাই প্রমাণ করে দেয়, বুমরাহ বল হাতে না জ্বলে উঠলে ভারতের বোলিং কতটা দুর্বল হয়ে পড়ে।

তবে প্রধান কোচ আস্থা রাখতে চান বোলারদের প্রতিভার উপর। সমালোচনায় বিদ্ধ হওয়া বোলিং লাইনআপকে আগলে রাখলেন তিনি। তাঁর মতে, অভিজ্ঞতার অভাব থাকলেও প্রতিভার ঘাটতি নেই, আর সেই প্রতিভাকে সময় দিতে হবে।

নতুন অধিনায়ক গিলের হাত ধরে নতুনভাবে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম টেস্টে যদিও হারতে হয়েছে তাঁদের, তবে সময়টা এখনও আছে ঘুরে দাঁড়ানোর। আর ঘুরে দাঁড়াতে হলে বুমরাহর বিকল্প দ্বিতীয় কিছু নেই।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link