বুমরাহ-সিরাজ, ভারতের ভূবনভোলানো জুটি

দিবারাত্রীর টেস্টে ১৫৭ রানের লিড অনেক বড় ব্যাপার। অ্যাডিলেডে তাই অস্ট্রেলিয়াকে চালকের আসনে রাখাই যায়। তবে, নি:সন্দেহে ট্রাভিস হেড আর মার্নাস লাবুশেন যেভাবে ব্যাট চালাচ্ছিলেন - তাতে দলের লিড আরও বাড়তেই পারত।

দিবারাত্রীর টেস্টে ১৫৭ রানের লিড অনেক বড় ব্যাপার। অ্যাডিলেডে তাই অস্ট্রেলিয়াকে চালকের আসনে রাখাই যায়। তবে, নি:সন্দেহে ট্রাভিস হেড আর মার্নাস লাবুশেন যেভাবে ব্যাট চালাচ্ছিলেন – তাতে দলের লিড আরও বাড়তেই পারত।

সেটা হতে দেয়নি ভারতের পেস আক্রমণ। আগে থেকেই সেখানে আলো ছড়াচ্ছিলেন জাসপ্রিত বুমরাহ। প্রথম টেস্টে ভারতের জয়ের নায়ক এই ম্যাচেও নিজের ছাপ রেখে গেছেন। বোলিংয়ে এই ধারাবাহিকতাতেই তো অনন্য বুমবুম ‍বুমরাহ।

এর সাথে এবার যোগ হয়েছে মোহাম্মদ সিরাজ। এই অস্ট্রেলিয়ার মাটিতেই নিজের তারকা হয়ে ওঠার গল্পের সূচনা করেন সিরাজ। সেই অস্ট্রেলিয়ার মাটিতে আবারও নিজের নামের প্রতি সুবিচার করলেন এই ফাস্ট বোলার।

বুমরাহ ও সিরাজ – দু’জনই নিয়েছেন চারটি করে উইকেট। ভারতের এখন অবধি মাঠে যে সম্ভাবনাটুকু আছে সেটাও এই দুই পেসারের জন্যই। অবশ্য, দিনে তাঁদের কিছু করার সুযোগ ছিল সামান্যই। কারণ, অ্যাডিলেডে এটা ছিল এমন একটা দিন যেদিন, ট্রাভিস হেড ১৪১ বলে ১৪০ রানের ইনিংস খেলেছেন।

কঠিন দিনেও এই পেসারদের সক্ষমতার ওপর ভরসা করেছিল ভারত। তাঁর সুফলও পাওয়া গেছে। তবে, শেষ রক্ষা হয়নি। বিশেষ করে পরিসংখ্যান ভারতের বিপক্ষে। দিবারাত্রীর ম্যাচে এখন অবধি মাত্র ‍দু’বার ৫০ এর বেশি লিড থাকার পরও হারের স্বাদ পাওয়ার নজীর আছে মাত্র দু’টো। ভারতকেও এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় অসম্ভব এই লক্ষ্য নিয়ে খেলতে হচ্ছে।

Share via
Copy link