Social Media

Light
Dark

প্রহসনের মঞ্চে ক্রুস নিজেকে চ্যাম্পিয়ন দাবি করতেই পারেন

জার্মানি তো বটেই স্পেনও সেই মুহূর্তে ভেবেছিল পেনাল্টির বাঁশি বাজবে। তবে ভুল প্রমাণ হয়েছে এমন ভাবনা, কিন্তু ভাবনা যে ভুল ছিল না সেটা অবশেষে জানা গেল।

ইউরোর কোয়ার্টার ফাইনাল, জার্মানি বনাম স্পেন ম্যাচে ঘড়ির কাঁটা তখন ১০৭ মিনিট ছুঁয়েছে; স্কোরবোর্ডে সমতা। ঠিক সেসময় জামাল মুসিয়ালা দুর্ধর্ষ এক গোলা ছুঁড়লেন স্প্যানিশদের গোলপোস্টে, কিন্তু সেটা বাঁধা পেলো মার্ক কুকুরেলার হাতে! ওয়াইড আর্ম, বলের দিক পরিবর্তন হয়েছে, সংশ্লিষ্ট ফুটবলারের চোখ বলের ওপরেই ছিল – সবমিলিয়ে নিশ্চিত পেনাল্টি। অথচ সবাইকে চমকে দিয়ে খেলা চালিয়ে যান রেফারি অ্যান্থনি টেইলর।

জার্মানি তো বটেই স্পেনও সেই মুহূর্তে ভেবেছিল পেনাল্টির বাঁশি বাজবে। তবে ভুল প্রমাণ হয়েছে এমন ভাবনা, কিন্তু ভাবনা যে ভুল ছিল না সেটা অবশেষে জানা গেল। দীর্ঘ তিন মাস পর উয়েফা রেফারি কমিটি ঘোষণা দিলো সেদিন পেনাল্টি প্রাপ্য ছিল স্বাগতিকদের।

তাঁরা জানিয়েছে, এমন ঘটনায় নিয়ম অনুযায়ী পেনাল্টির সিদ্ধান্ত দেয়ার কথা রয়েছে। এবং ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে অবশ্যই পেনাল্টি দিতে হবে রেফারিকে। অবশ্য মুসিয়ালার শট কুকুরেলার হাতে লাগায় স্পট কিক দেয়া উচিত তা সেদিনও জানতো ফুটবলপ্রেমীরা।

তাই তো এমন প্রহসন মানতে পারেননি জার্মান কিংবদন্তি টনি ক্রুস। ইউরো দিয়ে ফুটবল জীবনের ইতি টানা এই মিডফিল্ডার উয়েফার নতুন ঘোষণায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছেন, রসিকতার ভাষাতেই কর্তৃপক্ষের ভুলের তীব্র প্রতিবাদ করেছেন।

তিনি বলেন, ‘এটা হ্যান্ডবল ছিল তা বুঝতে তাঁদের তিন মাস লেগে গেল, অথচ প্রায় সবাই সেকেন্ডের মাঝেই বুঝে গিয়েছিল এটা যে হ্যান্ডবল। যা হোক তেমন বড় বিষয় না, আপনাদের ধন্যবাদ।’

এরপরই ক্রুস তাঁর চিরচেনা ভঙ্গিমায় সবচেয়ে বড় রসিকতা করেন। তিনি বলেন, ‘তাঁরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে পেনাল্টির সিদ্ধান্ত না দেয়াটা ভুল ছিল। তাহলে কি এখন আমি নিজেকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন দাবি করতে পারব? আমার তো সেটা মনে হচ্ছে না।’

স্পেনের বিপক্ষে পেনাল্টি পেলেই জার্মানি শিরোপা জিততে পারতো কি না তা নিয়ে বিতর্ক হতেই পারে, কিন্তু ম্যাচের এমন পরিস্থিতিতে রেফারির অমার্জনীয় ভুল স্বাগতিকদের হৃদয় ভেঙ্গেছিল সেটা নিয়ে বিতর্কের কোন সুযোগ নেই। আগামী দিনে অন্তত যেন পুনরাবৃত্তি না ঘটে সেটাই কাম্য।

Share via
Copy link