বিশ্ব ফুটবলের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তির ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা অনেকটাই ভেস্তে যেতে বসেছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও সাম্প্রতিক কিছু ঘটনা সেই সম্ভাবনাকে প্রায় শেষ করে দিয়েছে।
ইতালিয়ান এই কোচের রিয়াল মাদ্রিদে সময় ফুরিয়ে এসেছে বলে মনে করা হচ্ছিল, কারণ হিসেবে ছিলো তিনি ব্রাজিল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। জুন মাসে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেই কথা ছিলো ব্রাজিলের ডেরায় থাকার। তবে শেষ পর্যন্ত সম্ভাবনার ইতি টেনেছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র মতে, আনচেলত্তি লন্ডনে গিয়ে ব্রাজিলের সঙ্গে চুক্তি সই করতে চাইলেও শেষ পর্যন্ত ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)–কে জানিয়ে দিয়েছেন, তিনি এই চাকরিটা নিচ্ছেন না।

২০২৩ সালের ডিসেম্বরে আনচেলত্তির সঙ্গে রিয়াল মাদ্রিদের নতুন চুক্তি স্বাক্ষরিত হয়, যা ২০২৬ সাল পর্যন্ত কার্যকর থাকবে। বোঝা গেল রিয়ালের সাবেক খেলোয়াড় জাবি আলোনসোকে এই মুহূর্তে কোচ হিসেবে চাইছে না রিয়াল। আনচেলত্তির সাথৈ এই চুক্তির ফলে ব্রাজিলের আশা অনেকটাই নষ্ট হয়ে যায়।
সিবিএফ চেয়েছিল, কোপা আমেরিকা ২০২৪-এর আগেই আনচেলত্তিকে জাতীয় দলের দায়িত্বে আনা হোক। তবে রিয়াল মাদ্রিদ সে সময় তাকে ছাড়েনি।
এরই মধ্যে সৌদি আরব থেকেও এসেছে একটি বিশাল প্রস্তাব। একটি সৌদি ক্লাব আনচেলত্তিকে বছরে প্রায় ৫০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ যে কারোর জন্যই আকর্ষণীয়।

সব মিলিয়ে বলা যায়, আনচেলত্তির ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা এখন অনেকটাই অনিশ্চিত। চুক্তি, ক্লাব প্রতিশ্রুতি, প্রশাসনিক সংকট এবং অর্থনৈতিক প্রলোভন — সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।











