বিড়াল আদর করতে করতেই তিন উইকেট নেই আফগানদের!

নন স্ট্রাইকিং এন্ডে বল পাঠান জাকের। রান আউট করতে কোনো ভুল করেননি নাসুম আহমেদ। নি:সন্দেহে এটাই সবচেয়ে ঘটনাবহুল ওভার। মুহূর্তের মধ্যে তিন উইকেট হারিয়ে ভয়াবহ বিপদে পড়ে আফগানিস্তান, তাও মাত্র এক রানের মধ্যে।

ড্রেসিং রুমের সামনে বিড়াল নিয়ে খেলছেন রশিদ খান আর মোহাম্মদ নবী। আফগানদের দুই সিনিয়র ক্যাম্পেইনার। এমন একটা দৃশ্য টিভি পর্দায় ভেসে এল। ঠিক তখনই মুস্তাফিজুর রহমানের আঘাত। টাইগার জিন্দা হ্যায়। সাজঘরে ফিরলেন হাশমতউল্লাহ শাহীদি। রশিদ খানদের সামনে বিড়াল নয়, বাঘই হয়ে উঠল বাংলাদেশ।

বরং রশিদ খানরা বিড়াল হল এর পরের ওভারেই। সেই একটা ওভারে আফগানদের একাই কাঁপিয়ে দিলেন এক বছর বাদে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নাসুম আহমেদ।

দ্বিতীয় বলেই বোল্ড হলেন আজমতউল্লাহ ওমরজাই। টানা দ্বিতীয় ম্যাচে ডাক মারলেন। নতুন ব্যাটার গুলবাদিন নাইবও ফিরে যেতে পারতেন প্রথম ওভারে। এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ার সারা না দিলেও রিভিউ নেন ‘দায়িত্বপ্রাপ্ত’ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে, শেষ রক্ষা হয়নি, বেঁচে যান নাইব।

তবে, আফগানদের বিপদ শেষ হয় না সেখানে। পরের বলেই হাস্যকর এক ভুল। রান আউটের ফাঁদে পড়েন রহমত শাহ। ততক্ষণে হাফ- সেঞ্চুরি করে বাংলাদেশের বিপদ বাড়াচ্ছিলেন তিনি।

এক্সট্রা কাভারে বল ঠেলে দিয়ে সিঙ্গেল কল করেন গুলবাদিন। রহমত শাহ দৌঁড় শুরু করেন। কিন্তু, যখন দু’জনই ভুল বুঝতে পারেন, তখন অনেক দেরি হয়ে গেছে। স্ট্রাইকার এন্ডে বল ছুড়ে মারেন রিশাদ হোসেন। বিচক্ষণতার পরিচয় দেন জাকের আলী।

নন স্ট্রাইকিং এন্ডে বল পাঠান জাকের। রান আউট করতে কোনো ভুল করেননি নাসুম আহমেদ। নি:সন্দেহে এটাই সবচেয়ে ঘটনাবহুল ওভার। মুহূর্তের মধ্যে তিন উইকেট হারিয়ে ভয়াবহ বিপদে পড়ে আফগানিস্তান, তাও মাত্র এক রানের মধ্যে।

Share via
Copy link