ব্রাজিলের কোনো কোচ টানা দুই বিশ্বকাপে দায়িত্ব পালন করেননি। কিন্তু, এবারই ব্যতিক্রম হল। টানা দুই বিশ্বকাপে ব্রাজিলের দায়িত্ব নিয়ে ব্যর্থ হলেন তিতে। কোয়ার্টার ফাইনালে হারের পরপরই ব্রাজিল কোচের দায়িত্ব ছেড়েছেন তিনি। সদ্যই পদত্যাগ করা তিতের শূন্যস্থান পূরণের জন্য নতুন কোচ খুজছে ব্রাজিল। এর আগে কখনোই বিদেশি কোচ নিয়োগ না দেয়া ব্রাজিলের কোচ হবার আলোচনায় এবার আছেন বেশ কয়েকজন ভিনদেশি।
নিজেদের সমৃদ্ধ ফুটবল ইতিহাসে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা বরাবরই আস্থা রেখে এসেছে দেশীয় কোচদের ওপর। টানা দুই বিশ্বকাপ ব্যর্থতার পর তিতের কোচের পদ থেকে সরে দাঁড়ানোটা অনেকটা অনুমিতই ছিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবার পরেই কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করা তিতের জায়গায় নতুন কোচ নিয়োগের কাজে নেমে পড়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ব্রিটিশ ও স্প্যানিশ বিভিন্ন সংবাদ মাধ্যমের মতে, সিবিএফ সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ নড়েচড়ে বসেছেন। ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার সাথে শিঘ্রই আলোচনা শুরু করতে যাচ্ছেন। রদ্রিগেজ বেশ আগ্রহী গার্দিওলার বিষয়ে। ব্রাজিল তাঁদের কোচ নিয়োগ নিয়ে কোনো তাড়াহুড়া করতে চায় না। সে জন্য তারা গার্দিওলার নিকট আর দূরবর্তী ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানার চেষ্টা করবে।
সাবেক এই বার্সা কোচ কিছুদিন আগেই ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি নবায়ন করেছেন ২০২৫ সাল পর্যন্ত। তাই এখন গার্দিওলাকে পাওয়া খুব একটা সহজ হবে না সেলেসাওদের জন্য। বার্সার দায়িত্ব ছাড়ার পরেও গার্দিওলার সাথে আলোচনা করেছিল ব্রাজিল। সেবার ব্যাটে-বলে হয়নি। তবে, এবার হাল ছাড়তে রাজি নয় সিবিএফ।
এছাড়াও আলোচনায় আছেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি আর জার্মানিকে বিশ্বকাপ জেতানো কোচ জোয়াকিম লো। কিছু কিছু সূত্রে শোনা যাচ্ছে হোসে মরিনহো আর ম্যানুয়েল পেলেগ্রিনিও আছেন ব্রাজিলের কোচ হবার আলোচনায়। গার্দিওলার সাথে আলোচনা করলেও ব্রাজিলের কোচ হবার জন্য বরাবরের মতই এগিয়ে আছেন ব্রাজিলিয়ান কোচরাই।
ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কোচ ফার্নান্দো দিনিজ, সাও পাওলো কোচ রজারিও সেনি, গ্রেমিও কোচ রেনাতো গাউচো আর সাবেক পর্তুগাল আর বর্তমান পালমেইরাস কোচ আবেল ফেরেইরারা আছেন ব্রাজিলের কোচ হবার আলোচনায়। যদিও ফেরেইরা একজন পর্তুগিজ, তবে ভাষাটা একই। তাই অনেকেই সম্ভাবনা দেখছেন পালমেইরাসের হয়ে সম্ভাব্য সব ট্রফি জেতা এই কোচের।
কিছুদিন আগেই ক্লাবের সাথে চুক্তি নবায়ন করা গার্দিওলার ব্রাজিলের কোচ হয়ে যাওয়াটা এই মুহুর্তে আপাত অসম্ভবই। তবে, সিবিএফ জানতে চায় গার্দিওলার ভাবনায় জাতীয় দলের কোচ হবার বিষয়টা আছে কি না। আর যদি নাও থাকে, তাহলে ভবিষ্যতে ব্রাজিলের কোচ হওয়ার বিষয়টা তিনি ভেবে দেখবেন কি না।
তবে সেটাও হতে হবে চলতি ইউরোপিয়ান ফুটবল মৌসুম শেষ হবার পর। ততদিন পর্যন্ত ব্রাজিলেরও কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। আর সিবিএফ এবার কোচ নির্বাচন নিয়ে কোনো তাড়াহুড়া করবে না।