নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের একাদশে দু’টি পরিবর্তন একেবারে অবধারিত। এমনকি তিনটি পরিবর্তনও আসতে পারে। অধিনায়ক রোহিত শর্মা থাকছেন না। বিশ্রাম দেওয়া হবে মোহাম্মদ শামিকেও। রোহিতের জায়গায় শুভমান গিলের টস করতে নামাটা একদম নিশ্চিতই বলা যায়।
রোহিত শর্মা যদি নিউজিল্যান্ডের বিপক্ষে না খেলেন, তবে ভারতের ওপেনিং কম্বিনেশন নিয়ে নতুন করে ভাবতে হতে পারে। উইকেটরক্ষক-ব্যাটার ঋষাভ পান্ত জ্বরে ভুগলেও এখন সুস্থ, ফলে তিনি একাদশে জায়গা পাবেন। যদিও কেএল রাহুল দলের প্রধান উইকেটকিপার, তবে পান্ত দলে ঢুকলে ব্যাটিং লাইনআপে কিছুটা রদবদল আসবে। পান্ত খেলবেন লোকেশ রাহুলের জায়গায়। আর শুভমান গিলের সাথে ইনিংসের সূচনা করবেন লোকেশ।
আরেকটি বিকল্প হতে পারেন তামিলনাড়ুর অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তার অন্তর্ভুক্তি ভারতের স্পিন ও অলরাউন্ড বিভাগকে শক্তিশালী করবে। নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপে ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, টম লাথাম, মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনারের মতো বাঁহাতি ব্যাটার আছেন, যাদের বিরুদ্ধে সুন্দর হতে পারেন কার্যকর এক অস্ত্র। সেক্ষেত্রে ভারতের ব্যাটিং অর্ডারের একটু শক্তি কমলেও কমতে পারে।
অন্যদিকে, মোহাম্মদ শামি ইনজুরি থেকে উঠে এসেছেন বলে নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁকে খেলিয়ে ঝুঁকি বাড়াতে চায় না ভরাতের টিম ম্যানেজমেন্ট। তাঁর জায়গায় এই আসবেন বাঁ-হাতি পেসার আর্শদ্বীপ সিং। কুলদ্বীপ যাদবের জায়গায় রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকেও রাখা হতে পারে।
যেহেতু ভারত ইতোমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গেছে, তাই গ্রুপ পর্বের এই ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। আক্রমণাত্মক পরিকল্পনা করলে পান্তকেও ওপেনিংয়ে পাঠানো যেতে পারে। তবে, সেই সম্ভাবনা কম।
ভারতের একাদশটা হতে পারে এমন – শুভমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষাভ পান্ত/ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব/বরুণ চক্রবর্তী, আর্শদ্বীপ সিং ও হার্ষিত রানা।