এশিয়া কাপ ইস্যুতে সরগরম থাকায় বিগত কয়েক মাসে বিশ্ব ক্রিকেটে ‘নাজাম শেঠি’ নামটা বেশ পরিচিতই হয়ে উঠছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এ চেয়ারম্যান পাকিস্তান ক্রিকেটের হর্তাকর্তা হয়ে এসেছিলেন গত বছরের ডিসেম্বরে।
তবে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে পিসিবিতে নিজের চেয়ার টিকিয়ে রাখতে খুব শীঘ্রই নির্বাচনের মাঠে নামতে হচ্ছে তাঁকে। আর নির্বাচনে তিনি টিকতে না পারলে পরিবর্তন আসতে পারে বোর্ডে। আর তাঁর প্রভাব আসতে পারে এশিয়া কাপের ওপরও।
আর বোর্ডে একবার পরিবর্তন আসলেই ভারতের সাথে সম্পর্ক পাল্টে যেতে পারে পাকিস্তান। যার কারণে, এশিয়া কাপের ভাগ্য আবারও ঝুলেই গেল।
সর্বশেষ তথ্য জানাচ্ছে, সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসেছিলেন পিসিবি প্রধান নাজাম শেঠি। আর সেই বৈঠকেই, নাজাম শেঠিকে খুব দ্রুত নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শাহবাজ শরিফ।
এমনকি নাজাম শেঠির বিপরীতে এ নির্বাচনে কে লড়বেন, সেটাও নাকি ঠিক হয়ে গিয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত খবর বলছে, পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ আসনে জায়গা পাওয়ার দৌড়ে লড়বেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মুস্তাফা রামদে।
মূলত গত বছরের ডিসেম্বরে, নাজাম শেঠিকে প্রধান করে ১৪ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটির অনুমোদন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তখন এই কমিটির পরবর্তী ১২০ দিনের মধ্যে পিসিবির গঠনতন্ত্র পরিবর্তন করে নতুন নির্বাচন করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
কিন্তু সে সময় থেকে থেকে মাস সাতেক পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পিসিবিতে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলত, শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হলো দেশটির প্রধানমন্ত্রীকেই। আর যতদূর বোঝা যাচ্ছে, সাম্প্রতিক ঘটনাবলীতে পিসিবি প্রধানের ওপর নারাজ পাকিস্তানের সরকার। তাই, পরিবর্তন আসতেই পারে।
এর আগে ২০১৩ থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত পিসিবির প্রধান ছিলেন নাজাম শেঠি। এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান দায়িত্ব নিলে পদত্যাগ করেন তিনি।
নাজাম শেঠির জায়গায় আসেন রমিজ রাজা। কিন্তু, গত বছরের এপ্রিলে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান প্রধানমন্ত্রিত্ব হারান। আর এতেই পুরনো দায়িত্বে আবারো ফেরেন নাজাম শেঠি।