Social Media

Light
Dark

জেডেন স্যানচো, উইংয়ে চেলসি সমাধান?

অশেষ এক সম্ভাবনাময় খেলোয়াড় জেডেন স্যানচো। শুধু চেলসি ড্রেসিংরুমেই নয় বরং বিশ্ব ফুটবলেরই এক অনন্য প্রতিভা এই ইংলিশ। নীল জার্সী বুকে লন্ডনের এই ক্লাবে কতটা জ্বলে উঠবেন তা সময়ই বলে দেবে।

এবারকার ট্রান্সফার উইন্ডোর শেষ মূহুর্তে চেলসি নিয়ে নিল এক অদ্ভুত সিদ্ধান্ত। ম্যানেজার এনজো মারেসকার এই সিদ্ধান্তে চেলসি ভক্ত তো বটেই অনেক ফুটবল বিশেষজ্ঞেরও ভ্রু কপালে উঠেছে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে যাবার কথা এখানে কার কথা বলা হচ্ছে। তিনি হচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোনে আসা সাবেক ব্যালন ডি ওর নমিনি জেডেন স্যানচো।

২৪ বছর বয়েসী এই উইঙ্গারের আগমন কেবল চেলসি ফ্যানবেজ কেই আশ্চর্য করেনি। তার উপস্থিতি চেলসি ড্রেসিং রুমেও প্রভাব ফেলবে এমনটাই আশা করা যাচ্ছে। ধারণা করা হচ্ছে এনজো মারেসকার ইতালীয় ধাঁচের ১ বনাম ১ এ তার মতো ওয়াইড প্লেয়ার দের জন্য বেশ সুবিধার হবে।

স্যানচোর বিশেষত্ব হচ্ছে তার বল ড্রিবলিং। এর প্রমান বিগত সিজনের ডর্টমুন্ড লোন মুভেই পাওয়া গেছে। যেখানে চ্যাম্পিয়ন্স লিগ সেমি ফাইনালে ২৯টি বল ক্যারি এবং ১২ টি সফল ড্রিবল করেন। যা ওই প্রতিযোগিতায় ২০০৮ সালের পর করা সর্বোচ্চ ড্রিবল। ২০০৮ সালে তরুণ মেসি স্যানচোরই সাবেক দল ম্যানচেস্টার ইউনাইটেড এর বিপক্ষে ১৬টি সফল ড্রিবল করেন।

গত ইউসিএল এ স্যানচোর ড্রিবলিং এর মাহাত্ম্য কতটুক তা ভিনিসিয়াস-ইয়ামালদের সাথে তুলনা করলে আরও ভাল ভাবে বোঝা যাবে। যেমন- গত ইউসিএল এ জেডেন ৯০ মিনিটে ৪.১৬ টা ড্রিবল করেন। যেখানে ভিনি করেন ৩.৭টি এবং ইয়ামাল করেন ৩.৫৮ টি।

তার আগে পুরো সিজনই তিনি কাটিয়েছেন রেড ডেভিল হিসেবে। খেলেছেন ২১ টি ম্যাচ। যাতে অন টারগেট শট ছিল ১১টি যার ৬ টিতেই গোল হয়। অর্থাত একজন গোল স্কোরার হিসেবেও স্যানচো কে প্ল্যানে রাখতেই পারেন এনজো মারেসকা।

তবে চেলসির মতো দলে জায়গা পেতে স্যানচোর পথ ও খুব একটা সহজ না। গত মৌসুমের স্যানচোর সাথে তুলনা করলে দেখা যায় এখনকার মাদুয়েকে বা মাডরিক-এর ম্যাচ প্রতি ড্রিবল ৩.১৬ ও ২.২২ যেখানে স্যানচোর ড্রিবল ১.৮৬। যদিও চান্স তৈরিতে তিনিই সবচেয়ে এগিয়ে। ম্যাচ প্রতি যা ২.৩৩। চেলসি দলের উইঙ্গারদের মধ্যে নেটোরই রেট এর কাছাকাছি। যা ম্যাচ প্রতি ২.২৫। ম্যাচ প্রতি গোল বা এসিস্ট হারও তার মন্দ না। ম্যাচ প্রতি তা ০.৪৮। যা অন্য উইংগার দের বেলায় যথাক্রমে ০.৪,০.৬ এবং ০.৬৫।

এ থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়। স্যানচোর মৌসুমের শুরুটা রেড ডেভিল শিবিরে ভাল কাটেনি। কিন্তু সিজনের শেষে বরুশিয়ার জার্সি গায়ে জমে উঠেছিলেন। খেলেছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও।

অশেষ এক সম্ভাবনাময় খেলোয়াড় জেডেন স্যানচো। শুধু চেলসি ড্রেসিংরুমেই নয় বরং বিশ্ব ফুটবলেরই এক অনন্য প্রতিভা এই ইংলিশ। নীল জার্সী বুকে লন্ডনের এই ক্লাবে কতটা জ্বলে উঠবেন তা সময়ই বলে দেবে।

Share via
Copy link