রাচিন রবীন্দ্র, নিঃসন্দেহে বর্তমান বিশ্বের সেরা তরুণ ক্রিকেটাদের একজন। ভারতীয় বংশোদ্ভূত রাচিন ২০২৩ বিশ্বকাপ দিয়ে নজর কাড়েন। যদিও নিজিল্যান্ডের এই ক্রিকেটার এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেকে ঠিকঠাক মেলে ধরতে পারেননি। তবে দলের বিপদে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে নিজের সবটুকু উজার করে দিয়েছেন যেন। তবুও ভাগ্যের কাছে হার মেনে নিতে হল তাঁকে।
এম চেন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাঙ্গালুরুর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামে চেন্নাই সুপার কিংস। টসে জিতে চেন্নাই ব্যাটিংয়ে পাঠায় ব্যাঙ্গালুরুকে। তবে ফাফ ডু প্লেসিসের দল সেই সুযোগ কাজে লাগায়। ২১৯ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় চেন্নাইয়ের উদ্দেশ্যে। জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই হোঁচট খায় চেন্নাই।
আর তারপর থেকেই রাচিনের আবির্ভাব ঘটে চেন্নাইয়ের ত্রাতা হিসেবে। একে একে পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন ড্যারেল মিশেল, অজিঙ্কা রাহানে আর সব শেষে শিভাম দুবের সাথে। রাচিন ৩৭ বলে করেন ৬১ রান। ৫টি চার এবং ৩টি ছক্কায় সাজানো ছিল তাঁর এই ইনিংস।
যেখানে তাঁর স্ট্রাইক রেট ছিল প্রায় ১৬৫ এর কোঠায়। ৩১ বলেই তুলে নেন এবারের আসরের তাঁর প্রথম অর্ধ-শতক। তেরোতম ওভারে রাচিনের ইনিংসে নেমে আসে দুর্ভাগ্যের ঘন কালো মেঘ। শিভাম দুবের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে সাজঘরে ফিরে যেতে হয় এই বাঁ-হাতি ব্যাটার। ইতি ঘটে ৬১ রানের উড়ন্ত এক ইনিংসের।
এবার আইপিএল স্মৃতিময় করতে পারেননি রাচিন। পুরো আসরে নিজেকে ঠিকঠাক মেলে না ধরতে পারলেও, দলের বিপদে ঠিকই বিশেষ ভূমিকা রেখে গিয়েছেন এই তরুণ। ফ্রাঞ্চাইজি লিগে নিজের অস্তিত্বের প্রমাণই দিয়ে গেলেন এই অলরাউন্ডার। ধারাবাহিকতায় একটু ধাক্কা লেগেছিল। কিন্তু আইপিএলে নিজের শেষ ম্যাচে যেন জানালেন তিনি নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত।
আইপিএল শেষেই রাচিনের পরবর্তী মিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ। হয়তো বিশ্বকাপে দেখা মিলবে রাচিনের সেই ধারাবাহিক রুপের। সামনের দিনগুলোতে নিশ্চয়ই তাঁর ব্যাট থেকে এমন সব চোখ ধাঁধানো ইনিংস দেখার অপেক্ষায় থাকবে তাঁর ভক্তরা।