অবশেষে ক্রিকেট পাড়ার অশান্তি কিছুটা হলেও কেটে গেল। প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি মিরপুরে বসে জানালেন, ডোমিঙ্গোকে আর দেখা যাবে না টি-টোয়েন্টি ফরম্যাট তদারকির দায়িত্বে। তিনি কেবল টেস্ট আর ওয়ানডেতেই থাকবেন। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত প্রোটিয়া এই কোচের ওপরই ভরসা করতে চায় বোর্ড।
তবে, সংকট অন্য জায়গায়? আপাতত টি-টোয়েন্টি দলে সেই অর্থে কোনো প্রধান কোচ নেই। খালেদ মাহমুদ সুজন ও জালাল ইউনুসকে সাথে নিয়ে কোচিং স্টাফদের বাকি সদস্যদের সামলাবেন নাকি স্বয়ং বোর্ড প্রধান। এমনটা তিনি নিজেই জানিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট তো তাঁর জন্মলগ্ন থেকে কম কিছু দেখেনি। এতদিন বোর্ড প্রধানের কোচ হওয়া কেবল বাকি ছিল। এখন সেটাও হয়ে গেল।
নতুন পরামর্শদাতা শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দেওয়ার পরই গুঞ্জন ওঠে, ডোমিঙ্গোর বাংলাদেশ ক্রিকেটে থাকা, না থাকা নিয়ে। শোনা গিয়েছিল, আদৌ তাঁর বাংলাদেশে থাকাই হবে না। তবে, আজ বিসিবি প্রধানের সাথে বসেছিলেন বৈঠকে। সেখান থেকে বের হয়ে দু’জনই মুখোমুখি হন গণমাধ্যমের।
নাজমুল হোসেন পাপন বলেন, ‘আমরা রাসেল ডোমিঙ্গোকে ওয়ানডে এবং টেষ্ট দলের দায়িত্ব দিয়েছি। আগামী এক থেকে দুই সপ্তাহের মাঝে ডোমিঙ্গো ওয়ানডে এবং টেষ্ট দল নিয়ে তার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা পেশ করবে।’
পাপন আরো বলেন, ‘রাসেল ডোমিঙ্গো তো টি-টোয়েন্টি ফরম্যাটের কেউ নন। আমরা টি-টোয়েন্টি এবং অন্য দুই ফরম্যাট আলাদা করেছি। আমরা জেমি সিডন্সকে মূলত ব্যাটারদের জন্যই রেখেছি। দল থেকে যারা বাদ পড়েছে তাদের নিয়ে কাজ করবেন জেমি সিডন্স। আমরা হোয়াইট বল, রেডবল সব আলাদা করবো। কিন্তু তা সময়ের ব্যাপার। আমরা স্টেপ বাই স্টেপ এইক্ষেত্রে এগোবো।’
টেস্ট ও টি-টোয়েন্টিতে পারফরম্যান্সের কারণে বরাবরই সমালোচিত হচ্ছিলেন রাসেল ডোমিঙ্গো। এর সাথে সিনিয়র ক্রিকেটারদের সাথেও সম্পর্কের অবনতি হয় তাঁর। এর সাথে মিরপুরে তাঁর অনুপস্থিতি আরো সন্দেহের সৃষ্টিও করেছিল। তবে, আজ সেই জট খুললো।
রাসেল ডোমিঙ্গো বলেন, ‘আমি এখন টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে আরো ভালোভাবে মনোযোগী হতে পারবো। আমরা টি-টোয়েন্টি ফরম্যাটে খারাপ খেলেছি বেশ কিছুদিন। তাই আমার মনে হয় না যে, এটা কোনো বাজে সিদ্ধান্ত। আমি এ বিষয়ে খোলা মনেই বলছি, এটা আমার দলের বিষয়, আমার ব্যক্তিগত বিষয় নয়। দলের জন্য যেটা ভালো হবে সেটাতেই আমি সন্তুষ্ট।’
রাসেল ডোমিঙ্গো কে টি-টোয়েন্টি ক্রিকেট এর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর, প্রশ্ন উঠেছে তাহলে টি-টোয়েন্টি ফরম্যাটে বিভিন্ন বিভাগের কোচদের তদারকির দায়িত্বে থাকবেন কে? এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেছেন তিন জনের নাম – টিম ডিরেক্টর সুজন মাহমুদ, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস কিংবা ক্ষেত্রবিশেষে স্বয়ং তিনি নিজে (নাজমুল হাসান)। কতটা আত্মঘাতি হলে, একটা দেশের খোদ বোর্ড প্রধানই যখন কোচের ভূমিকায় নেমে যেতে পারেন!
অবশ্য তিনি জানান, এটা একটা পরীক্ষামূলক ব্যবস্থা, ‘ব্যাটিং কনসালটেন্ট নিয়োগ দিয়ে রাসেল ডোমিঙ্গোকে অন্য দুই ফরম্যাটে কাজ দেওয়া আমাদের একটা পরীক্ষা। এই পরিকল্পনা যদি কাজে দেয় তবে আমরা এটাতেই কন্টিনিউ করতে পারবো। আমাদের হাতে এখনও অনেক রাস্তা আছে।