ব্রাজিলকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে হামেস রদ্রিগেজরা

তবে ৩০ মিনিটে কোস্টারিকার বক্সে ফাউলের পর ভিডিও পর্যালোচনা ছাড়াই কলম্বিয়াকে পেনাল্টি দেয় রেফারি। সেখান থেকেই গোল করে কলম্বিয়াকে এগিয়ে নেন লুইস দিয়াজ। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কলম্বিয়া।

আট বছর পর আবারও যুক্তরাষ্ট্রের মাঠে ফিরে এসেছে কোপা আমেরিকা। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্লেনডেলের স্টেট ফার্ম স্টেডিয়ামে কোপা আমেরিকার তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এবারও এই স্টেডিয়ামে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হয় কলম্বিয়া ও কোস্টারিকা।

নিজেদের প্রথম ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে অবস্থান করছিল কলম্বিয়া। অপদিকে ব্রাজিলকে রুখে দিয়ে এক পয়েন্ট নিয়ে নিজেদের প্রথম ম্যাচ শেষ করেছিল কোস্টারিকা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে কলম্বিয়া। অপরদিকে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের মতোই এই ম্যাচেও রক্ষণে মনোযোগ দেয় কোস্টারিকা। খেলার ষষ্ঠ মিনিটে লিভারপুলের ফরোয়ার্ড লুইস দিয়াজ একটি হেডার মিস করেন যা জালের উপর দিয়ে চলে যায়। এরপর ২০ মিনিটে আবারও আক্রমণ করে কলম্বিয়া। কিন্তু  ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী রদ্রিগেজের শটটি আটকে দেয় কোস্টারিকার গোলরক্ষক প্যাটরিক সিকুইরা।

তবে ৩০ মিনিটে কোস্টারিকার বক্সে ফাউলের পর ভিডিও পর্যালোচনা ছাড়াই কলম্বিয়াকে পেনাল্টি দেয় রেফারি। সেখান থেকেই গোল করে কলম্বিয়াকে এগিয়ে নেন লুইস দিয়াজ। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কলম্বিয়া।

দ্বিতীয়ার্ধে কোস্টারিকার বিরুদ্ধে আধিপত্য বিস্তার করে ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয় কলম্বিয়া। ৫৯ মিনিটে কর্নার কিক থেকে আসা বলটি হেডারের মাধ্যমে গোল করে কলম্বিয়াকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন ডেভিনসন সানচেজ। এর ঠিক ৩ মিনিট পরেই রদ্রিগেজের পাস থেকে জন কার্ডোবারের ডান পায়ের শটটি আবারও কোস্টারিকার জালে প্রবেশ করে। ম্যাচটি জয় নিশ্চিত করে ৭২ মিনিটে মাঠ ছাড়েন কলম্বিয়ার তারকা খেলোয়াড় রদ্রিগেজ।

বাকি সময়ে কোনো দল গোলের দেখা না পেলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।ফলে টানা দ্বিতীয় জয়ে গ্রুপের প্রথম দল হিসেবে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে হামেস রদ্রিগেজ ও তাঁর সতীর্থরা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...