১৯ রানে শেষ চার উইকেট নেই – ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়কের অধিনায়কত্ব কতটা ভয়ঙ্কর হতে পারে – তারই এক ঝলক দেখা গেল সিডনিতে। ১৮৫ রান বোর্ডে জমা করেও চার রানের লিড নিল ভারত। এই লিড সম্ভব হল বিরাট কোহলির ক্ষুরধার নেতৃত্ব গুণে।
এমনিতেই বিশ্রামে আছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তিনি রান পাচ্ছেন না বলে, দলে নিজের জায়গা ধরে রাখেননি। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত অধিনায়ক হয়ে দল সামলাচ্ছিলেন জাসপ্রিত বুমরাহ। এখন তাঁকেও যেতে হল মাঠের বাইরে। হাসপাতালে গেলেন, দলের দায়িত্ব দিয়ে গেলেন কোহলির হাতে।
আর নেতৃত্ব কোহলির জন্য নতুন কিছু নয়। অনেকের মতে কোহলিই ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক। ৬৮ ম্যাচ ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাতে ভারত জিতেছে ৪০ টিতেই। এমন মনোমুগ্ধকর পরিসংখ্যান টেস্টের ইতিহাসেরই আর কোনো অধিনায়কের নেই।
সেই কোহলি যখন এক-আধটা সেশনের জন্য দায়িত্ব পান – তখন অস্ট্রেলিয়া দলের ঘাম তো ঝড়তে বাধ্যই। ফিল্ডিং সেট আপ কিংবা বোলারদের ব্যবহারে মুন্সিয়ানা দেখিয়েছেন। উইকেট তুলতে হবে, যে করেই হোক রান আটকাতে হবে – এই মানসিকতাটা পুরো দলের মধ্যেই ছড়িয়ে দিতে পেরেছেন কোহলি।
যার জন্যই, অস্ট্রেলিয়া রান করতে পেরেছে গুণে গুণে। বুমরাহ মাঠের বাইরে গেলেও বাকি তিন পেসারকে সাথে নিয়ে অজিদের অল আউট করতে বিন্দুমাত্র বেগ পেতে হয়নি কোহলিকে। সত্যিই তিনি অস্ত্রটাই কেবল জমা দিয়েছেন, ট্রেনিং জমা দেননি।
শোনা যাচ্ছে, রোহিত শর্মা অধিনায়কত্বটা আর ধরে রাখবেন না। সে জায়গায় কি আবারও নেতা হয়ে ফিরতে পারেন বিরাট কোহলি? বিসিসিআই কি সিডনি টেস্ট দেখছে না?