বাংলাদেশ প্রিমিয়ার লিগের আলোচনা জমে উঠেছে। উত্তেজনাটা একটু একটু করে টের পাওয়া যাচ্ছে! এবারের আসরে থাকছে পুরনো তিন শক্তিশালী দল — ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। তবে সবচেয়ে বড় খবর, নতুন রূপে ফিরছে কুমিল্লার দল — নাম হতে যাচ্ছে ‘কুমিল্লা ফাইটার্স’!
কুমিল্লার হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেথে ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে এসএস গ্রুপ, সঙ্গে থাকছে টেন-টুয়েলভ স্পোর্টস। এই নতুন দলটির হাত ধরে আবারো বিপিএলে গর্জে উঠবে কুমিল্লা, যারা আগে চারবার চ্যাম্পিয়ন হয়ে নিজেদের আলাদা ঐতিহ্য গড়ে তুলেছিল। এবার তারা ফিরছে নতুন নামে, নতুন উদ্দীপনায়, নতুন চ্যালেঞ্জ নিয়ে!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, নির্বাচিত দলগুলোর সঙ্গে পাঁচ বছরের ফ্র্যাঞ্চাইজি চুক্তি করা হচ্ছে। আর এবারের টুর্নামেন্টের পরিচালনায় যুক্ত হয়েছে আন্তর্জাতিক সংস্থা আইএমজি, যা পুরো আয়োজনকে করবে আরও পেশাদার ও বিশ্বমানের।
সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই মাঠে গড়াবে বিপিএলের ১২ তম আসর, আর সেখানেই শুরু হবে কুমিল্লা ফাইটার্সের নতুন অধ্যায়। নতুন নাম, নতুন স্পিরিট — এবার দেখা যাক কুমিল্লা ফাইটার্স কতটা ‘ফাইট’ দেখাতে পারে মাঠে!











