অপ্রতিরোধ্য বিজয় নিশান

একসময় ইংল্যান্ডের আকাশে সূর্য অস্ত যেত না। দেশটির এতগুলো উপনিবেশ ছিল যে কোথাও না কোথাও আকাশে সূর্য থাকতো। ইংল্যান্ডের সেই গর্ব এখন আর নিশ্চয়ই নেই। ক্রিকেট দুনিয়ায়ও বলা যায় ওয়েস্ট ইন্ডিজের আকাশে কখনো সূর্য অস্ত যেত না। কেননা ক্রিকেট মাঠে এই ক্যারিবীয়দের কেউ হারাবে সেটা প্রায় অসম্ভব ব্যাপার ছিল।

ইংল্যান্ডের মত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটেরও সেই সময় আর নেই। দেশটি এখন আন্তর্জাতিক ক্রিকেটে মোটামুটি খড়কুটো ধরে টিকে আছে। একসময় ক্রিকেট দুনিয়া দাপিয়ে বেড়ানো সেই ওয়েস্ট ইন্ডিজই এখন ভারতের সাথে একটা সিরিজ জয়ের অপেক্ষায় আছে। এছাড়া টানা দ্বিপাক্ষিক সিরিজ জয় করা দলগুলোকে নিয়েই এই তালিকা।

  • ভারত – ১১*

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা সর্বোচ্চ সংখ্যক দ্বিপাক্ষিক সিরিজ জয় করার রেকর্ড গড়েছে ভারত। এর আগে এই রেকর্ডটির মালিক ছিল শুধু পাকিস্তান। তবে পাকিস্তানের সাথে এবার নিজেদের নাম জুড়ে দিয়েছে ভারত।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১১ টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতলো ভারত। ২০০৭ সাল থেকে আজ পর্যন্ত ভারতের সাথে কোন দ্বিপাক্ষিক সিরিজ জিততে পারেনি ক্যারিবীয়রা। ২০০৬ সালে নিজেদের ঘরের মাঠেই সর্বশেষ ভারকে ওয়ানডে সিরিজ হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

  • পাকিস্তান – ১১

টানা দ্বিপাক্ষিক সিরিজ জয়ের এই রেকর্ডটা এতদিন ছিল পাকিস্তানের। পাকিস্তান এই রেকর্ড করেছে জিম্বাবুয়ের সাথে। পাকিস্তানও জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১১ টি ওয়ানডে সিরিজ জিতেছে।

১৯৯৬ থেকে ২০২১ এই ২৬ বছরের মধ্যে পাকিস্তানকে একবারো ওয়ানডে সিরিজ হারাতে পারেনি দলটি। পাকিস্তানের সামনে অবশ্য এই সংখ্যাটা আরো বাড়ানোর সুযোগ আছে।

  • পাকিস্তান – ১১*

এই তালিকার তিন নম্বরেও আছে পাকিস্তানই। এবারো পাকিস্তানের প্রতিপক্ষ সেই ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ ভারতের কাছে টানা ১১ ওয়ানডে সিরিজ হারার লজ্জা পেয়েছে।

আর পাকিস্তানের কাছে হেরেছে মোট ৯ টি সিরিজ। ১৯৯৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়টায় এই ৯ টি ওয়ানডে সিরিজ খেলেছে দুই দল। এরপর অবশ্য এই দুই দল নিজেদের মধ্যে কোন ওয়ানডে সিরিজ খেলেনি।

  • দক্ষিণ আফ্রিকা – ৯*

দক্ষিণ আফ্রিকারও টানা ৯ টি ওয়ানডে সিরিজ জেতার কীর্তি রয়েছে। দক্ষিণ আফ্রিকা এই রেকর্ড গড়েছে জিম্বাবুয়ের বিপক্ষে।

১৯৯৫ সাল থেকে ২০১৮ – এই সময়ে প্রায় দুই যুগ সময়ে ধরে জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোন ওয়ানডে সিরিজ জেতেনি। এই সময়ের মাঝেই মোট ৯ টি ওয়ানডে সিরিজ খেলেছে এই দল। ২০১৮ সালের পর এই দুল আর ম্যাচই খেলেনি।

  • ভারত – ৯

এই তালিকায় আবারো জায়গা করে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। তবে এবার ভারতের প্রতিপক্ষ অবশ্য ভিন্ন। ভারত টানা সিরিজ জয়ের রেকর্ড করেছে এবার শ্রীলঙ্কার বিপক্ষে। ২০০৭ সালের পর ভারতের বিপক্ষে র কোন ওয়ানডে সিরিজ জিততে পারেনি শ্রীলঙ্কা।

এই সময় তাঁরা মোট ৯ টি ওয়ানডে সিরিজ খেলেছে। সবমিলিয়ে ক্রিকেট মাঠে শ্রীলঙ্কাও ভালো সময় কাটাচ্ছিল না। তবে তাঁরা আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এখন ভারতের এই রেকর্ড লংকানরা থামাতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link