২০২৫-কে মনে রাখবে ক্রিকেট

২০২৫ সালের ক্রিকেট কেবল নতুন চ্যাম্পিয়নই দেয়নি, এই বছর জন্ম দিয়েছে ইতিহাসের একেকটা নতুন অধ্যায়। বছরের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলো শুধু রানের পাহাড় বা প্রত্যাশিত মহত্ত্বের গল্প ছিল না, বরং ক্রিকেট বিশ্বে এ বছর এমন কিছু ঘটনা ঘটেছে যা ক্রিকেট ইতিহাসে এর আগে কখনো ঘটে নি।

২০২৫ সালের ক্রিকেট কেবল নতুন চ্যাম্পিয়নই দেয়নি, এই বছর জন্ম দিয়েছে ইতিহাসের একেকটা নতুন অধ্যায়। বছরের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলো শুধু রানের পাহাড় বা প্রত্যাশিত মহত্ত্বের গল্প ছিল না, বরং ক্রিকেট বিশ্বে এ বছর এমন কিছু ঘটনা ঘটেছে যা ক্রিকেট ইতিহাসে এর আগে কখনও ঘটেনি।

  • এক টি-টোয়েন্টি ম্যাচে আট উইকেট শিকার

ক্রিকেটের মানচিত্রে ভুটান খুব বড় নাম না হলেও ২০২৫ সালে সেই দেশই জন্ম দেয় এক অভূতপূর্ব রেকর্ডের। মিয়ানমারের বিপক্ষে সোনাম ইয়েশে চার ওভারে মাত্র ৭ রান দিয়ে শিকার করেন ৮ উইকেট। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আগে কখনও ঘটেনি।

  • এক ম্যাচে তিন সুপার ওভার

গ্লাসগোতে নেপাল ও নেদারল্যান্ডসের ম্যাচটি উত্তেজনার সব সীমা ছাপিয়ে যায়। ম্যাচ টাই, প্রথম সুপার ওভার টাই, দ্বিতীয় সুপার ওভারও ফলহীন। শেষ পর্যন্ত ইতিহাসে প্রথমবার কোনো পেশাদার ম্যাচ গড়ায় তৃতীয় সুপার ওভারে। সেখানেই জয় নিশ্চিত করে নেদারল্যান্ডস।

  • টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয় হাজার রান

টেস্ট ক্রিকেটে দীর্ঘ সময় রাজত্ব করা জো রুটের ঝুলিতে অনেক রেকর্ড থাকলেও, ২০২৫ সালের আগস্টে তিনি পৌঁছে যান এক অনন্য উচ্চতায়। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে পূর্ণ করেন ছয় হাজার রান।

  • ১৫ বলে পাঁচ উইকেট

জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিশেল স্টার্ক টেস্ট ক্রিকেটের রেকর্ড বই নতুন করে লিখে দেন। মাত্র ১৫ বলে পাঁচ উইকেট শিকার করেন। যা টেস্ট ইতিহাসে দ্রুততম পাঁচ উইকেটের রেকর্ড। আগের সব কীর্তি যেন এক ঝটকায় পেছনে পড়ে যায়।

  • একটি টেস্ট ইনিংসে সাতটি ডাক

স্টার্কের সেই বিধ্বংসী টেস্টেই আসে আরেকটি অবাক করা পরিসংখ্যান।  এক ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সাত জন ব্যাটার ফেরেন কোনো রান ছাড়াই। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটে।

  • এক ওভারে পাঁচ উইকেট

ইন্দোনেশিয়ার ক্রিকেটার গেদে প্রিয়ান্দানা লিখে ফেলেন আরেকটা নজিরবিহীন গল্প। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নেওয়া প্রথম বোলার তিনি। সেই ওভারের মধ্যেই ছিল হ্যাটট্রিক। সংক্ষিপ্ত ফরম্যাটে ব্যাটিং ধসের সংজ্ঞা যেন নতুন করে লেখা হলো।

  • ১৮ বর্ষ পেরিয়ে ব্যাঙ্গালুরুর স্বপ্নপূরণ 

বছরের সবচেয়ে আবেগী মুহূর্তগুলোর একটি আসে আইপিএল ফাইনালে। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৫ সালে প্রথমবার আইপিএল শিরোপা জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালে পাঞ্জাব কিংসকে ছয় রানে হারিয়ে অবশেষে ১৮ বছরের পিপাসা মেটায় বিরাটের দল।

  • ভারতের নারী দলের প্রথম ওয়ানডে বিশ্বকাপ

২০২৫ সালের সবচেয়ে বড় ‘প্রথম’ আসে ২ নভেম্বর, মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ভারত জিতে নেয় তাদের ইতিহাসের প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ।

  • সর্বোচ্চ চ্যাম্পিয়নস ট্রফি জয় ভারতের

দুবাইয়ে ২০২৫ সালের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে গড়ে ফেলে অনন্য কীর্তি। ২০০২ , ২০১৩ ও ২০২৫ – এই নিয়ে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। টুর্নামেন্টের ইতিহাসে এই নজির আর কারও নেই।

  • টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকার প্রথম মুকুট

লর্ডসে ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে তারা প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে। ২৮২ রানের লক্ষ্য তাড়ায় মার্করামের ১৩৬ রানের ইনিংস হয়ে থাকে ইতিহাস জয়ের ভিত্তি।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link