ক্রিকেট ম্যাচের হৃদস্পন্দন মূলত আম্পায়াররা। তাদের একটা সিদ্ধান্ত ঘুরিয়ে দিতে পারে পুরো খেলার মোড়। ডিসিশন রিভিউ সিস্টেম (ডি আরএস) আসার আগে আম্পায়ারদের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত।
অনেক আম্পায়ারের ভুলে ধ্বংস হয়েছে কতশত স্বপ্ন। ক্রিকেট ইতিহাসের জঘন্য ৫ আম্পায়ার নিয়ে খেলা-৭১ এর এবারের আয়োজন।
- বিলি বাউডেন
বিলি বাউডেন নামটা হয়ত এই তালিকায় অনেকটা বির্তকিত লাগতে পারে। কেননা অদ্ভুরে আউট আর বাউন্ডারি দেখানোর কৌশল তাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলেছে। তবে এতে তার ভুলে ভরা আম্পায়ারিং ক্যারিয়ার নিশ্চয়ই ঢাকা পড়বে না।
২০০৫ অ্যাশেজেই তো ব্রেট লির ইনসুইং ইয়র্কারকে ডাউন দা লেগ কল করেছিলেন। টিভি রিপ্লেতে যা স্পষ্ট বোঝা যাচ্ছিলো যে তা আঘাত হানতো মিডল স্ট্যাম্পে। কিংবা একই সিরিজে শেন ওয়ার্নের বলে যে আউট অ্যাশলে প্রিন্সকে দেওয়া আউটটাও যথেষ্ট বির্তকিত। এছাড়াও আরও অনেক বাজে সিদ্ধান্ত দেওয়ার রেকর্ড রয়েছে তার নামের পাশে।
- অশোক ডি সিলভা
অশোক ডি সিলভার ক্রিকেটীয় নিকনেম ছিল ‘এ শকার’। আশা করি, তার ডাকনামেই বুঝেছেন কতটা হতবাক করা ভুল সিদ্ধান্ত নিতেন তিনি। তার পুরো ক্যারিয়ার জুড়ে ভুল ডিসিশন দিয়ে গেছেন ধারাবাহিকতার সাথে।
২০০৩ সালে ক্যারিবিয়ান ট্যুরে অজিদের একের পর ভুল সিদ্ধান্তের কাটায় বিদ্ধ করেছিলেন তিনি। ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন হেডেন-ল্যাঙ্গাররা। ২০১১ বিশ্বকাপ থেকেও বাদ পড়ে যান একের পর এক ভুল সিদ্ধান্ত দেওয়ায়।
- কুমার ধর্মসেনা
কুমার ধর্মসেনা নামটা আসলেই চোখে ভাসে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল, তাই না! তার একার ভুলে যে প্রথমবারের মত বিশ্বকাপ জেতার স্বাদ থেকে বঞ্চিত হয় নিউজিল্যান্ড। এছাড়াও বহুবার ক্যারিয়ারে অদ্ভুতড়ে সিদ্ধান্ত শুনিয়ে সবাইকে হতবাক করে দিয়েছেন তিনি।
২০১৭ ভারত-ইংল্যান্ড সিরিজে তো রিভিউয়ের বিপরীতে সিদ্ধান্ত শুনিয়েছিলেন। রাগ করে এক সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার বলেই ফেলেছিলেন, ডিআরএস মানে ধর্মসেনা রিভিউ সিস্টেম।
- ড্যারেল হেয়ার
বির্তকের আরেক নাম যেন ড্যারেল হেয়ার। ১৯৯১ সালে আম্পায়ারিংয়ে অভিষেক হওয়া হেয়ার তার জীবনভর শুনিয়ে গেছেন পাগলাটে সব সিদ্ধান্ত। বিশেষ করে এশিয়ার দলগুলোর বিপক্ষে সিদ্ধান্ত দিতে পটু ছিলেন তিনি।
শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনকে দেওয়া অদ্ভুত নো বলের ঘটনাটা তো আজও দাগ কেটে যায়। রাগে, ক্ষোভে মাঠ ছেড়েই উঠে গিয়েছিল আর্জুন রানাতুঙ্গের দল।
- স্টিভ বাকনার
এই তালিকায় সবার উপরে থাকবেন হাস্যজ্বল ঘাতক স্টিভ বাকনার। ভুল সিদ্ধান্ত দেওয়া যদি কোন শিল্প হয়, বাকনার সেটির পিকাসো কোন সন্দেহ ছাড়াই। নাসির হুসেন, কেইথ আর্থারটন, রাহুল দ্রাবিড় কিংবা ভারতীয় ভক্তদের কাছে জিজ্ঞাসা করে দেখুন তার সমন্ধে! উনার হয়ে দুই তিনটা গালমন্দ আপনিও শুনে যেতে পারেন বৈকি!
এক ভারতের ক্রিকেট ইশ্বর খ্যাত শচীন টেন্ডুলকারের বিরুদ্ধেই তিনি যত ভুল সিদ্ধান্ত দিয়েছেন তা গণনা করা বেশ কঠিন। ২০০৩ বিসব্রেন বা ২০০৮ সিডনি টেস্ট, আজও ভারত আর শচীনের দু:স্বপ্নের নাম হয়ে আছেন তিনি।