রোনালদোকে সৌদি আরব থেকে তাড়ানোর দাবি

সৌদি আরবে খেলতে এসেছিলেন মহাতারকা হয়ে। সেখান থেকে সৌদি আরবের কাছে খল নায়ক হতেও খুব বেশি সময় নিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনিতেই আল নাসেরে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না রোনালদোর।

লীগের সবচেয়ে তারকাবহুল হল হয়েও নিচের সারির দল গুলোর কাছেও পয়েন্ট খোয়াতে হচ্ছে। আল হিলালের সাথে ম্যাচে হারের পাশাপাশি এক বিতর্ক নিজেই ডেকে এনেছেন রোনালদো। আল হিলালের এক খেলোয়াড়ের মাথার ওপর লাফিয়ে হেড করতে ব্যর্থ হয়ে তাকে গলা ধর ফেলে দেন রোনালদো।

ঘটনার এখানেই শেষ নয়, ম্যাচ শেষে সাইডলাইনে থাকা পানির বোতলে লাথি মেরেছেন রোনালদো। অবশ্য রোনালদোর এমন মেজাজ হারানোর কারণটাও স্পষ্ট৷ বেশ কিছুদিন ধরেই আল নাসেরের হয়ে খেলতে নামলেই চিরপ্রতিদ্বন্দ্বী মেসির নামের স্লোগান শুনতে হয় রোনালদোকে। এবারও আল হিলালের বিপক্ষে ম্যাচের পর মেসির নামে স্লোগান ওঠায় মেজাজ হারান রোনালদো। দর্শকদের দিকে তখন না তাকিয়েই উরুতে হাত দিয়ে অশোভন অঙ্গভঙ্গিও দেখান তিনি।

রোনালদোর এমন আচরণ অবশ্য ভালো ভাবে নেননি সৌদি আরবের দর্শকরা। সৌদি আরবের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন রোনালদোকে সৌদি আরব থেকে বের করে দেবার জন্য। রোনালদোর এমন অশালীন অঙ্গভঙ্গিকে জনসাধারণের সাথে করা অপরাধ বলে ধরা হচ্ছে। সেই সাথে পবিত্র রমজান মাস চলায় রোনালদোর এমন আচরণ মেনে নিতে পারছে না সৌদি আরবের মানুষ।

সৌদি আরবের এক আইনজীবী রোনালদোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবার কথাও জানিয়েছেন। সেই আইনজীবী জানিয়েছেন প্রকাশ্যে জনসাধারণের সাথে এমন আচরণের জন্য একজন অপরাধীকে গ্রেপ্তার করাও হতে পারে। আর কোনো বিদেশী নাগরিক তা করলে তাকে সৌদি আরব থেকে বিতারিত করা হতে পারে।

যদিও রোনালদোর ক্লাব আল নাসের অবশ্য পাশে দাঁড়াচ্ছে রোনালদোর। রোনালদোর এমন আচরণের একটি ব্যাখ্যাও দিয়েছে তারা। আল হিলালের পক্ষ থেকে বলা হয়, এই ম্যাচেই ইনজুরিতে পড়েন রোনালদো। উরুর দিকে তিনি চোট পান। সেই কারণেই মাঠ থেকে বের হবার সময় সেখানে হাত দিয়েছিলেন রোনালদো।

আল নাসেরের এমন ব্যাখ্যা অবশ্য মন গলাতে পারেনি সৌদি আরবের ফুটবল ভক্তদের। বিশেষ করে আল হিলাল সমর্থকদের। আল হিলাল সমর্থকরাই মূলত রোনালদোর সামনে মেসি-মেসি স্লোগান দিয়ে থাকেন। গুঞ্জন আছে এই মৌসুম শেষেই পিএসজি ছাড়তে যাওয়া মেসির জন্য বিশাল অঙ্কের প্রস্তাব দিয়ে রেখেছে আল হিলাল। এমনকি মেসিকে প্রস্তাবিত বেতন রোনালদোর চেয়েও দ্বিগুন।

সব মিলিয়ে বেশ অস্বস্তিকর পরিস্থিতিতেই আছেন রোনালদো। একদিকে আইনি লড়াইয়ের চিন্তা অন্যদিকে সমর্থকদের মেসির নামে স্লোগান। সাথে যোগ হয়েছে ক্লাব আল নাসেরের যাচ্ছেতাই ফর্ম। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে নিশ্চিই এমন পরিস্থিতি হবে তা ভাবতেও পারেননি প্রজন্মের অন্যতম সেরা এই ফুটবলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link