হেক্সা জয়ে বিভোর চেন্নাই, আশা জাগাচ্ছে স্কোয়াডের চিত্র

ব্রাজিল ব্যর্থ হলেও, চেন্নাই সুপার কিংস নিশ্চয়ই ব্যর্থ হতে চাইবে না। তাদের স্কোয়াডের পূর্ণাঙ্গ চিত্র নিশ্চয়ই আশাবাদী করে তুলছে তামিল নাড়ুর সকল পাগলাটে সমর্থকদের। 

নিজেদের ধ্যান-ধারণা থেকে বেড়িয়ে আসতে চায় চেন্নাই সুপার কিংস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামে, অন্তত সেই বিষয়টিই হয়েছে পরিষ্কার। তরুণ খেলোয়াড়দের দলে ভেড়াতে চেন্নাই নিজেদের সর্বস্ব বিলিয়ে দিচ্ছে, সেটাই তো রীতিমত এক অবাক করা দৃশ্য। ভবিষ্যতের কোর টিম গঠনের উদ্দেশ্যেই চেন্নাইয়ের এই আপ্রাণ চেষ্টা।

এবারের মিনি নিলামে দ্বিতীয় সর্বোচ্চ অবশিষ্ট অর্থ নিয়ে চেন্নাই সুপার কিংস হাজির হয়েছিল। তাদের ঝুলিতে ছিল ৪৩ কোটি ৪০ লাখ রুপি। এই বিপুল অর্থ নিয়ে তাদের ক্রয় করতে হতো ৯ জন খেলোয়াড়। দুইজন তরুণে পেছনে ২৮ কোটি ৪০ লাখ রুপি খরচা করেছে ফ্রাঞ্চাইজিটি। এরপর ২৫ জনের স্কোয়াড পূর্ণ করার পরও ২ কোটি ৪০ লাখ রুপি এখনও অবশিষ্ট আছে দলটির ঝুলিতে।

খেলোয়াড় ক্রয়ে এমন হিসেব কষে অর্থ ব্যয় স্রেফ চেন্নাইয়ের পক্ষেই সম্ভব। অভিজ্ঞ রবীন্দ্র জাদেজার বদলি হিসেবে রাজস্থান রয়্যালস থেকে সাঞ্জু স্যামসনকে ট্রেড করেছে চেন্নাই। যত যাই হোক মহেন্দ্র সিং ধোনির তো বয়স হচ্ছে, তার বদলে একজন অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটার প্রয়োজন চেন্নাইয়ের। সেই উদ্দেশ্যেই বয়স বেড়ে যাওয়া জাদেজাকেও তারা যেতে দিয়েছেন।

জাদেজার জায়গা পূরণ করতে তরুণ প্রশান্ত বীরকে ১৪ কোটি ২০ লাখে কিনেছে ফ্রাঞ্চাইজিটি। ২০ বছর বয়সী এই অলরাউন্ডারের তাই একাদশ প্রায় নিশ্চিত ধরে নেওয়া যায়। তিনি যদিও ব্যর্থ হন আসন্ন মৌসুমে, তবে তার ব্যাকাপ হিসেবে আকিল হোসেনকে দলে নিয়েছে চেন্নাই। এখানেই বরং গোছানো পরিকল্পনার প্রতিচ্ছবি ফুটে ওঠে।

যথারীতি সাঞ্জু স্যামসন ওপেনিংয়ে নামবেন, আয়ুশ মাহাত্রেকে সাথে নিয়ে। তিন নম্বর স্থানটা রুতুরাজ গায়কড়ের জন্যে প্রায় ফিক্স বলা যায়। চারে ডেওয়াল্ড ব্রেভিসের মত আরেক ইয়াং গান। আগ্রাসনের কমতি যেন না হয়, সে জন্য সিক্স হিটিং মেশিন কার্তিক শর্মাকে ১৪ কোটি ২০ লাখে কিনেছে চেন্নাই সুপার কিংস।

তারপরের জায়গাটায় শিভাম দুবেকে একাদশে রাখলে, চেন্নাইয়ের কাছে সুযোগ থাকবে পরিস্থিতি বিবেচনায় আকিল হোসেন কিংবা নাথান এলিসকে ইম্প্যাক্ট সাব করানোর। শিভামের পরে একাদশে মহেন্দ্র সিং ধোনির জায়গা অনঢ়। তার ব্যাটিং পজিশন নির্ভর করে পরিস্থিতির উপর। তারপর প্রশান্ত ভীর, নুর আহমেদ, খলিল আহমেদ, ম্যাট হেনরি, যথারীতি একাদশে নিজেদেরকে দেখতে পারেন।

ম্যাট হেনরির পারফরমেন্সের উপর নির্ভর করবে, জেমি ওভারটনের সুযোগ পাওয়া। বেশ শক্তপোক্ত স্কোয়াড নিয়েই হেক্সা মিশনে নামবে চেন্নাই সুপার কিংস। ব্রাজিল ব্যর্থ হলেও, চেন্নাই সুপার কিংস নিশ্চয়ই ব্যর্থ হতে চাইবে না। তাদের স্কোয়াডের পূর্ণাঙ্গ চিত্র নিশ্চয়ই আশাবাদী করে তুলছে তামিল নাড়ুর সকল পাগলাটে সমর্থকদের।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link