শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার ডাক আছে চার ক্রিকেটারের কাছে। এর মধ্যে মোহাম্মদ মিঠুনকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো আপত্তি নেই। কারণ, তিনি জাতীয় দলের ভাবনায় নেই। আছেন কেন্দ্রীয় চুক্তির বাইরে।
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) মিঠুনের দল গল গ্ল্যাডিয়েটর্সেই আছেন সাকিব আল হাসানও। তিনি সম্ভবত পুরো আসরই খেলবেন। জাতীয় দলের খেলা নেই, ক্যাম্প থাকলেও আপত্তি করছেন না কোচ চান্দিকা হাতুরুসিংহেও। আর এশিয়া কাপের বড় অংশ শ্রীলঙ্কাতে। ফলে, আগাম কন্ডিশনের ধারণাও পাওয়া যাবে।
অন্যদিকে শোয়েব মালিকের বিকল্প হিসেবে তাওহীদ হৃদয়কে চেয়েছে জাফনা কিংস। আর তাসকিন আহমেদ ডাম্বুলা অরাতে খেলার প্রস্তাব পেয়েছেন। হৃদয় ছাড়পত্র পেয়ে গেলেও জটিলতা আছেন তাসকিনকে নিয়ে।
কারণ, এশিয়া কাপ ও বিশ্বকাপের দলের পেস আক্রমণের প্রাণভোমরাকে নিয়ে খুব বেশি ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ দল। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ তাসকিনের টানা ম্যাচ খেলার বিপক্ষে।
সেক্ষেত্রে ডাম্বুলা দলকে বিরতি দিয়ে তাসকিনকে খেলানোর শর্ত বেঁধে দেওয়া হবে। ডাম্বুলা রাজি থাকলে তারপরেই আসবে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেটের সিদ্ধান্ত।
এলপিএল আগামী ৩০ জুলাই শুরু হবে। চলবে ২০ আগস্ট পর্যন্ত। খেলা না থাকলেও এ সময় চলবে বিসিবির ক্যাম্প। বিশ্বকাপ ও এশিয়া কাপকে সামনে রেখে।
ক্যাম্প হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। সপ্তাহখানেকের মধ্যেই শুরু হবে ক্যাম্প। এর আগেই ঘোষণা করা হবে এশিয়া কাপের প্রাথমিক দল।