করোনা ইস্যুতে আসছেন না ভেট্টোরি

করোনা বিপর্যয়ে ১০ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ দিয়ে মাঠে ফিরবে বাংলাদেশ। তবে এই সিরিজে তাইজুল মিরাজদের কোচিং করাতে আসবেন না ভেট্টোরি।

ভেট্টোরির সাথে ১০০ দিনের চুক্তি করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তির শর্ত ছিলো বিভিন্ন সময়ে বাংলাদেশের স্পিনারদের ১০০ দিন কোচিং করাবেন তিনি। শর্ত অনুযায়ী ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছিলেন ভেট্টোরি। এরপর নভেম্বরে ভারত সফরে গেলেও জানুয়ারিতে নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফরে যাননি সাবেক এই অলরাউন্ডার।

গত মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেই সিরিজেও স্পিন বোলিং কোচ হিসেবে ছিলেন ভেট্টোরি। তবে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে তাঁর সার্ভিস পাবে না স্বাগতিকরা।

বিশ্ব জুড়ে করোনার প্রোকোপ বেড়ে যাওয়াতে কোন ঝুঁকি নিতে চাচ্ছেন না সাবেক এই বাঁহাতি স্পিনার। ভেট্টোরি যদি বাংলাদেশে আসেন তাহলে সিরিজ শেষে নিউজিল্যান্ডে ফিরে গিয়ে সরকারের নিয়মানুযায়ী নির্দিষ্ট হাসপাতালে ১৪ দিনের বাধ্যতামূলত কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁকে। মূলত এই করোনা ইস্যুর কারনেই আসছেন না তিনি।

করোনার কারণেই ভেট্টোরি আসবেন না বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তিনি বলেন, ‘বিশ্বের করোনা পরিস্থিতির এখনো তেমন উন্নতি হয়নি। বিশেষ করে ইউরোপ জুড়ে এর প্রভাব বেড়েছে। বাংলাদেশও ঝুঁকির মধ্যে। সবকিছু বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দলের সঙ্গে যোগ দিতে পারছেন না ভেট্টোরি। আমাদের এই বিশেষজ্ঞ বোলিং কোচ বর্তমানে নিজ দেশে আছেন।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। তবে নিজ দেশে বাংলাদেশ দলের সাথে ভেট্টোরি থাকবেন বলে জানিয়েছেন আকরাম খান। তিনি বলেন, ‘আমরা মার্চে নিউজিল্যান্ড সফরে যাবো। সেখানে তিনি দলের সঙ্গে কাজ করবেন।’

নিউজিল্যান্ড সফরেই তার সাথে ১০০ দিনের চুক্তি শেষ হবে বিসিবির। চুক্তির মেয়াদ শেষ হলে নতুন করে চুক্তি হবে কিনা এই বিষয়ে পরিস্কার কিছু বলেননি আকরাম খান। তিনি বলেন, তার সঙ্গে আমরা চুক্তি নবায়ন করবো কিনা সেটি এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আমরা তার সঙ্গে নতুন করে আলোচনা করবো। যদি সব ঠিক থাকে হয়তো চুক্তি আবার হতে পারে।

ক্রিকেট ছাড়ার পর কোচ হিসেবে নিজকে প্রতিষ্ঠিত করেছেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক। ফ্র‍্যাঞ্চাইজি লিগে কোচিং করিয়ে বেশ সফলও হয়েছেন তিনি। ফ্র‍্যাঞ্চাইজি লিগের ব্যাস্ততার মাঝেই বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসাবে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি।

উল্লেখ্য, আগামী মাসে দু’টি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবে ক্যারিবিয়ানরা। ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ২২ জানুয়ারি দ্বিতীয় ওয়ানডে ও ২৫ জানুয়ারি তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম দুই ম্যাচ হোম অফ ক্রিকেট শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রামে। সিরিজের সব গুলো ম্যাচই শুরু হবে দুপুর দুইটায়।

ওয়ানডে সিরিজ শেষে তিন ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রথম টেস্ট ও ১১ ফেব্রুয়ারি মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে। সফর সংক্ষিপ্ত করার জন্য বাতিল করা হয়েছে টি-টোয়েন্টি সিরিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link