বিড়াল দেখেই মাঠের বাইরে কনওয়ে

বলটা ‘নো’ কি না সেটাও চেক করে নিলেন আম্পায়ার না। না, কোনো দ্বিধা করার সুযোগ নেই। যৌক্তিক ভাবেই আউট হয়ে সাজঘরে ফিরেছেন কনওয়ে। লো স্কোরিং ম্যাচে নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন। ম্যাচে লড়াইয়ের আভাস।

কালো বিড়াল দেখে যে বলটা খেলতে নামলেন ডেভন কনওয়ে তাতেই ফিরে গেলেন সাজঘরে। ঘটনাটা ঘটল করাচি স্টেডিয়ামে, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে।  উইকেট নিয়েছেন নাসিম শাহ, কিন্তু কনওয়ে চাইলে কালো বিড়ালটাকেও কাঠগড়ায় তুলতেই পারেন!

নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে তখন ৪৮ রান করে অপরাজিত ছিলেন। মাঠে একটা কালো রঙের বিড়াল আসল। হাটহাটি করল, এরপর দৌঁড়ে মাঠের বাইরেও চলে গেল। সিঙ্গেল নিয়ে ডেভন কনওয়েকে স্ট্রাইকে পাঠালেন ড্যারিল মিশেল। তিনি শর্ট বলে হুক করতে গেলেন, পুরোপুরি কনট্রোলে ছিলেন না, আবরার আহমেদের হাতে ক্যাচ তুলে দিলেন। হাফ সেঞ্চুরি থেকে কনওয়ে তখন মাত্র দুই রান দূরে।

বলটা ‘নো’ কি না সেটাও চেক করে নিলেন আম্পায়ার না। না, কোনো দ্বিধা করার সুযোগ নেই। যৌক্তিক ভাবেই আউট হয়ে সাজঘরে ফিরেছেন কনওয়ে। লো স্কোরিং ম্যাচে নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন। ম্যাচে লড়াইয়ের আভাস।

এই বিড়াল মহাশয় আবার ম্যাচের শুরু থেকেই করাচিতে বেশ আলোচিত ছিলেন। নিউজিল্যান্ড যখন ফিল্ডিংয়ে তখনও তিনি একবার মাঠ পরিদর্শনে বের হয়েছিলেন। তখন, অবশ্য এক বেরসিক চিল এসে তাঁকে এতটাই বিরক্ত করেন যে তিনি মাঠ ছাড়তে বাধ্য করেন। আর দ্বিতীয় ইনিংসে তিনি সেই শোধ যেন নিলেন কনওয়ের ওপর। কনওয়েকেই মাঠ ছাড়তে বাধ্য করলেন।

Share via
Copy link