টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের টিকেট পেয়েছে ইংল্যান্ড। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে এই যোগ্যতা অর্জন করে দলটি। ইংরেজ শিবির এই মুহুর্তে সেই খুশিতে দিশেহারা। কিন্তু দলের এমন খুশির মুহুর্তে দু:সংবাদের শঙ্কাও তৈরি হয়েছে।
সেই আশঙ্কার নাম ডেভিড মালান। শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পেয়েছেন এই ক্রিকেটার। সেই চোটকে ঘিরেই শঙ্কার ঘনকালো মেঘে ছেয়ে গিয়েছে ডেভিড মালানের আসন্ন ম্যাচে থাকা না থাকার ব্যাপারটিও।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটির পনেরো তম ওভারেই বাঁধে বিপত্তি। চোটের কারণে তাঁকে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল। দলের ব্যাটিংয়ের সময় তাঁকে প্রস্তুত দেখা গেলেও ব্যাটিং অর্ডারে ক্রমাগত পেছনের জন্য অপেক্ষা করতে থাকলেন।
সেই দিন শেষমেশ দল জয় পেয়ে গেলে, অবশ্য ব্যাট হাতেও আর নামা হয়নি ডেভিড মালানের। বিশ্বকাপের সেমিফাইনালে আসন্ন ১০ নভেম্বর ইংল্যান্ডকে মোকাবেলা করতে হবে ভারতের। সেমির সেই ম্যাচে ডেভিড মালান দলে থাকবেন কিনা সেই ব্যাপারে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সেমির ম্যাচের আগে চারদিনের বিরতি। এরই মধ্যে মালান সুস্থ হয়ে উঠবেন কিনা এই নিয়ে রয়েছে সংশয়। সতীর্থ লেগ স্পিনার আদিল রশিদ অবশ্য জানিয়েছেন মালান ফিরবেন এই নিয়ে আশাবাদী ইংরেজ দলটি। তিনি বলেন, ‘মাঠে তিনি বেশ ব্যথা পেয়েছিলেন। আশা করছি তিনি ভাল থাকবেন। আসলে কি ঘটছে তা আমরা এখনও জানি না।’
ইংল্যান্ড স্কোয়াডে এই মুহুর্তে অতিরিক্ত ব্যাটসম্যান আছেন কেবল ফিল সল্ট। অবশ্য এখনও বিশ্বকাপের মঞ্চে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। সাধারণত টি-টোয়েন্টিতে ওপেনিং করলেও, চাইলে তিনি যেকোন পজিশনেই মানিয়ে নিতে সক্ষম। বরং ভারতের বিপক্ষে বিশ্বকাপ অভিজ্ঞতাসম্পন্ন ব্যাটার চাইবে ইংল্যান্ড।
এছাড়া রিজার্ভে লুক উড, রিচার্ড গ্লেসন এবং লিয়াম ডওসন আছেন। কিন্তু তাৎক্ষনিকভাবে মালানের মত অভিজ্ঞ ব্যাটসম্যান পাবে না দলটি। কারণ স্কোয়াডে তাঁর যোগ্য বিকল্প নেই। সব মিলিয়ে ডেভিড মালানের অনুপস্থিতি ইংল্যান্ড দলকে কিছুটা সংশয়ে ফেলে দিবে। তবে আপাতত দেখার পালা মালান শীঘ্রই বাইশ গজে ফিরে সব আশঙ্কার মেঘ গুলোকে উড়িয়ে দিবেন কিনা।